ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

এটিএন বাংলায় নতুন ধারাবাহিক নাটক 'সিনেমার মানুষ' দর্শকদের মন জয় করছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৪:১৭

বাংলাদেশের টেলিভিশন দর্শকদের মন জয় করে নিয়েছে নতুন ধারাবাহিক নাটক 'সিনেমার মানুষ'। সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই নাটকটি দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে এর ব্যতিক্রমী গল্প এবং বাস্তবধর্মী উপস্থাপনার জন্য।

নাটকটি নির্মিত হয়েছে চলচ্চিত্র অঙ্গনের মানুষের জীবনকে কেন্দ্র করে—যেখানে সিনেমা সংশ্লিষ্ট পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলীসহ সকলের জীবনের আনন্দ-বেদনার গল্প তুলে ধরা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকা মানুষদের জীবনের রঙিন পর্দার পেছনের গল্পগুলো উঠে এসেছে এই ধারাবাহিকের প্রতিটি পর্বে।

বর্ষীয়ান পরিচালক সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত 'সিনেমার মানুষ' নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার কমল সরকার। সাদামাটা চিত্রনাট্যের বাইরে গিয়ে এই নাটকটি তুলে এনেছে সিনেমার মানুষের অন্তর্জীবনের গল্প, যা সাধারণত দর্শকদের চোখের আড়ালে থাকে।

নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এবং রাজধানীর উত্তরা এলাকায়। নাটকে অংশ নিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল একঝাঁক অভিনয়শিল্পী। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌমিতা মৌ, হেদায়েত উল্লাহ তুর্কী, শিপন মিত্র, প্রয়াত তানিন সুবহা, তানহা তাসনিয়া, মানসি প্রকৃতি, হান্নান শেলি, আসমা শিউলি, রিংকু শেখসহ আরও অনেকে।

'সিনেমার মানুষ' নাটকটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলা টেলিভিশন চ্যানেলে প্রতি রবিবার ও সোমবার রাত ৮টা থেকে। নাটকটি শুধু বিনোদন নয়, বরং সিনেমা অঙ্গনের বাস্তব চিত্র তুলে ধরে দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।

চলচ্চিত্র-সংশ্লিষ্ট মানুষের জীবনের হাসি-কান্না, স্বপ্ন-সংগ্রাম এবং সাফল্য-ব্যর্থতার টানাপোড়েনের জীবন্ত উপস্থাপনাই এই নাটকটিকে করেছে ব্যতিক্রমী ও মনোগ্রাহী। নাট্যপ্রেমীদের জন্য এটি একটি না-মিস করার মতো ধারাবাহিক।

এমএসএম / এমএসএম