ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

৭৪ মিলিয়ন ইউরোতে আর্সেনালে গিওকেরেস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১২:১৬

পাঁচ বছরের চুক্তিতে ভিক্টর গিওকেরেসকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের কাছ থেকে নিতে আর্সেনালকে ১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা খরচ করতে হচ্ছে। যা কোচ মিকেল আর্তেতার অধীনে আর্সেনালের চতুর্থ দামি ট্রান্সফার চুক্তি।
অবশ্য আলোচনাটা বেশ কয়েক দিন ধরেই চলছিল। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৪-২৫ মৌসুমে লিসবনের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করেছেন গিওকেরেস। গত রাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল।
গিওকেরেসের চুক্তিপত্রে সইয়ের ছবি সংযুক্ত করে পোস্টে আর্সেনাল জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর গিওকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।’
ট্রান্সফারমার্কেট জানিয়েছে, গিওকেরেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। স্পোর্টিংয়ের কাছ থেকে গিওকেরেসকে নিতে গানারদের দিতে হচ্ছে ৭ কোটি ৩৫ লাখ ইউরো (১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা)। এর মাঝে চূড়ান্ত চুক্তিতে প্রাথমিক ফি হিসেবে দিতে হবে ৬ কোটি ৩৫ লাখ ইউরো (৯১০ কোটি ৪৬ লাখ টাকা)। বাকি ১ কোটি ইউরো (১৪৩ কোটি ৩৮ লাখ টাকা) পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস হিসেবে দেওয়া হবে।
২০২৫-২৬ মৌসুম শুরুর আগে এ নিয়ে মোট ছয়জন খেলোয়াড় কিনল আর্সেনাল। গিওকেরেসের আগে ক্লাবটি ডিফেন্ডার ক্রিস্টিয়ান মোস্কেরা, মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি, গোলকিপার কেপা আরিজাবালাগা, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ডকে দলে ভিড়িয়েছে। তাদের পেছনে ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ইউরো (৩ হাজার ৩৫৬ কোটি ২২ লাখ ৬৩ হাজার টাকা) খরচ করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
গত বছরের নভেম্বরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ম্যাচে গিওকেরেসের স্পোর্টিংকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল। এরপরই তিনি ভেবে রেখেছিলেন, মৌসুম শেষে আর্সেনালেই যোগ দেবেন। এ বিষয়ে গিওকেরেস বলেছেন, ‘গত মৌসুমে আমি যখন আর্সেনালের বিপক্ষে খেলি, তখন আমার সত্যিই মনে হয়েছে এটি খুব শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে খেলা খুব কঠিন। এটাই আমাকে এই ক্লাব বেছে নিতে বাধ্য করেছে। এ ছাড়া ক্লাবটির ঐতিহ্য এবং বিশাল সমর্থকগোষ্ঠী তো আছেই।’
আর্সেনালের জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান জানিয়ে গিওকেরেস বলেন, ‘আমার মনে হয় আমি অনেক উন্নতি করেছি। এখন আমি নিজেকে সত্যিকার অর্থে প্রমাণ করতে চাই এবং দলের জন্য পারফর্ম করতে চাই। আমি সব সময় গোল করতে চাই। এই ক্লাবের জার্সি পরে সব সমর্থকের সামনে গোল করতে তর সইছে না। এটা অসাধারণ এক অনুভূতি হবে।’
আর্সেনালে গিওকেরেসকে ১৪ নম্বর জার্সিতে দেখা যাবে। ক্লাবটির কিংবদন্তি থিয়েরি অঁরিও ১৪ নম্বর জার্সি পরে খেলতেন। ইংল্যান্ডের ক্লাবে আগেও খেলেছেন গিওকেরেস। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ধারে যোগ দিয়েছিলেন কভেন্ট্রি সিটিতে। তবে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের কখনো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হয়নি।

 

Aminur / Aminur

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?

আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পণ্ড, আটক ৯০

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রোহিতের জায়গায় ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস!

ব্যাটিংয়ে ব্যর্থতার পর ২ রানে ১ উইকেট সাকিবের, জিতল অ্যান্টিগাও