৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের, রানের পাহাড় গড়ল আফ্রিকা
বছর কয়েক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তাই পেশাদার ক্রিকেটে আর দেখা যায় না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে। তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানো বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়নশিপে লিগে দেশের হয়ে খেলছেন তিনি। এই আসরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ৩৬০ ডিগ্রী খ্যাত এই ব্যাটার। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স।
প্রোটিয়া লিজেন্ডসদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেজে স্মিথ। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার।
পাওয়ার প্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডি ভিলিয়ার্স। তার সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তবে সেঞ্চুরি পর আর বেশিক্ষণ টিকতে পারেননি।
শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রান করেছেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ছিল ১৫ চার ও ৮ ছক্কার মার। এই ওপেনারের বিদায়ে ভাঙে ১৮৭ রানের উদ্বোধনী জুটি।
আরেক ওপেনার স্মিথও সেঞ্চুরির পথেই ছিলেন। তবে তার ভাগ্য সহায় হয়নি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৮৫ রান করেছেন তিনি। তাতে বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
Aminur / Aminur
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম
আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন
৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা
অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত
১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!