‘ধূমকেতু’ নিয়ে বিশেষ বার্তা দিলেন রুক্মিণী

দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। আগামী ১৪ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। যা নিয়ে দর্শকদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।
এরই মধ্যে ছবির দুটি গান মুক্তি পেয়েছে, যার মধ্যে ‘গানে গানে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই গানে শুভশ্রী অভিনীত চরিত্র 'রূপা'র মান ভাঙাতে দেখা যায় দেবকে আর সেই দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছে। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হয় এবং বহু দর্শক এটি নিয়ে রিলস তৈরি করেন।
সম্প্রতি ‘গানে গানে’ গানটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার শুভশ্রী গাঙ্গুলীর বদলে দেব তার প্রেমিকা রুক্মিণী মৈত্রর সঙ্গে এই গানের লিপ মেলালেন। দেব নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, দেব ও রুক্মিণী গাড়িতে বসে আছেন। প্রথমে দেব ‘গানে গানে’ গানটি চালু করে নিজে গাইতে শুরু করেন। এরপর শুভশ্রীর অংশের সময় তিনি ক্যামেরা ঘুরিয়ে দেন রুক্মিণীর দিকে, এবং রুক্মিণী বাকি অংশটি লিপ মেলান।
ভিডিওর শেষে রুক্মিণী দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘ধূমকেতু ১৪ আগস্ট থেকে তোমাদের কাছে আসছে।’ এরপর দুজনেই দর্শকদের উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ দেন।
দেব ও রুক্মিণীর এই ভিডিও নিয়ে অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন। একজন ভক্ত লেখেন, ‘দেব আপনি খুব ভালো গেয়েছেন।’ আরেকজন মজার ছলে মন্তব্য করেন, ‘গানে গানে দেবদার মনের কথা শুভশ্রীদির কাছে পৌঁছে যাক, ওহ সরি সরি রুক্মিণীদির কাছে পৌঁছে যায়।’
Aminur / Aminur

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া!

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

ইলিয়াস কাঞ্চনকে যেমনটা দেখলেন নায়িকা রোজিনা

‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’
