ঢাকা বৃহষ্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:১৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদ্‌যাপিত হয়।

কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর কৃষি অনুষদের প্রথম ফটকের সম্মুখে কেক কাটা হয় এবং কৃষি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক সমিতির সদস্যদের দৃঢ়তা ও সত্য বলার সাহসের প্রশংসা করে বলেন, "সাংবাদিকতায় এমন সাহসিকতাই একটি সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।" তিনি আরও বলেন, "জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমরা ভুলে যেতে পারি না। সাংবাদিকতার আদর্শ ধারণ করে তোমরা যেন সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থাকো, এটাই আমার প্রত্যাশা।"

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "মানুষ মাত্রই ভুল করে। যদি আমরা কোনো ভুল করি, তা ধরিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের সাংবাদিকদের। তোমাদের গঠনমূলক সমালোচনাই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।" বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ বলেন, "স্রোতের সঙ্গে চলা সহজ, কিন্তু স্রোতের বিপরীতে চলাতেই রয়েছে সত্যিকারের সাহস। সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পক্ষে হয়, তবে তা সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে।"

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, "সাংবাদিক সমিতি কখনো লাল গালিচার পথ বেছে নেয়নি, বরং হেঁটেছে কণ্টকাকীর্ণ পথে। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে পবিপ্রবিসাস।" তিনি এই আয়োজনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ঘাম ঝরিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, "আমাদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশ নয়, বরং সত্য ও দায়িত্বের প্রশ্নে আপসহীন থাকা।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহসিন তানজিম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে স্মৃতিচারণ, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক ও অতিথিরা সমিতির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সাংবাদিকতার চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক বিশেষ অংশজুড়ে ছিল সনদ বিতরণী পর্ব। পবিপ্রবি সাংবাদিক সমিতির উদ্যোগে গত দুই মাসব্যাপী আয়োজিত “ট্রেইনিং প্রোগ্রাম অন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন” কোর্সের অংশগ্রহণকারী ও আয়োজকদের মাঝে সনদ তুলে দেওয়া হয়। ১৫টি সেশনভিত্তিক এই প্রশিক্ষণ কোর্সে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নিজ হাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর