ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ৩:৫০

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জুলাই-ডিসেম্বর,  ২০২৫ সেমিস্টারের এমএস ও পিএইচডি  নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের মধ্যে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ল্যাপটপ প্রদানের ঘোষণা দেয়া হয়।    

আজ, ২৯ শে জুলাই ২০২৫ সকাল ৯ টা ৩০ থেকে  ১২ টা ৩০  পর্যন্ত আয়োজিত এ প্রোগ্রামে  আকিজ গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে বিনা ইন্টারেস্ট লেনোভো ব্রান্ডের অত্যাধুনিক ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বেলাল হোসেন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার,  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী,  উপস্থিত ছিলেন প্রোভোস্ট কাউন্সিলের  আহবায়ক প্রফেসর ড. ফিরোজ মাহমুদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও  নির্দেশনা প্রফেসর ড. মোহাম্মদ আশাবুল হক।

 প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, "এমএস প্রোগ্রামে ভর্তি মানেই হলে সিট নিশ্চিত হওয়া নয়। এই পুরোনো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য হলো মানসম্মত গবেষণা। আমরা যে থিসিস করব, তা যেন সঠিকভাবে ও সুচারু রূপে সম্পন্ন হয়। আমি আশা করি, আমাদের সম্মানিত সুপারভাইজারগণ শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেবেন এবং তাঁদের গবেষণায় সর্বাত্মক সহায়তা করবেন।

তিনি পোস্ট গ্র্যাজুয়েট ডিন মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন  পিএইচডি শিক্ষার্থীদের এক সেমিস্টার যেন দেশের বাইরে পাঠানো হয়। এটি তাদের গবেষণার দিগন্ত প্রসারিত করতে এবং নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

এছাড়াও তিনি পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য  নতুন ৩ টি ফেলোশিপ  চালুর কথা ঘোষণা করেন। 

পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, " চলতি বছর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের  বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। বর্তমানে, ১৪৫ জন শিক্ষার্থী পিএইচডি (PhD) প্রোগ্রামের আওতায় গবেষণা কার্যক্রমে নিযুক্ত আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি যে নতুন ফেলোশিপ চালু করেছে, তার একটি অংশের মূল্যমান ১৮ লক্ষ টাকা। এই ফেলোশিপ নিঃসন্দেহে শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করবে।"

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি