ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সোনাকান্ত বিলে দীর্ঘ দিন পানি শুন্য থাকায় পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য হারাতে বসেছে


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৫০

সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা এলাকায় সোনাকান্ত বিলের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমীরা। 

তবে এবছর দীর্ঘ দিন পানি শুন্য থাকায় হারাতে বসেছে এই প্রকৃত প্রেমিদের এক অপুর্ব নিদর্শন এই পদ্মবিল তথা সোনাকান্ত বিলের এক অপুর্ব নিদর্শন। 

স্থানীয়দের কাছে এটি 'সোনাকান্ত বিল' নামেই পরিচিত। গত কয়েক বছর ধরে বর্ষাকালে ফোটা এ বিলের গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন 
প্রকৃতিপ্রেমীরা। আর আমডাঙ্গার এই স্থানটি পদ্মবিল' নামেই পরিচিত হয়ে উঠেছে।

তবে এবছর সরেজমিনে গিয়ে  দেখা যায়, প্রতিবছরের তুলনায় এবছর পদ্মবিলের চারপাশে ফুলের পরিমান অনেক কম। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে দু এক জায়গাতে দু একটি করে পদ্ম ফুল  কলি রয়েছে আর পুরো বিলই ফাকা। এই বিলটিতে নেই জলজ পাখিদেরও আনাগনা।  

ঝলমলে গরে  ওঠে অপুর্ব  এই পদ্ম বিলটি  ফুলের অপরুপ সৌন্দর্য  হারাতে বসেছে এই পদ্ম ফুলের  অপরুপ চিত্র। খুব কম দূর দূরান্ত থেকে  উপভোগ করতে আসা বিভিন্ন বয়সী মানুষ ও প্রকৃত প্রেমিরা।  

বিলে ঘুরতে আসা দর্শনার্থীরা ফুল না থাকায় ছবি তুলতেও পারছেনা আগের মত। কয়েক জনের সঙ্গে কথা বললে, তারা জানান বিলে নৌকা ও  নাই যাতায়াতের রাস্তা নাই এবং দীর্ঘ দিন পানি না থাকায়  পর্যাপ্ত পরিমানের ফুলও নাই। তাই এই  পদ্ম ফুলের  অপরুপ চিত্রের ছবি তুলতে আসা প্রকৃতিপ্রেমীরা এক প্রকারের ভোগান্তিতে পরছেন  । 

পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসে অনেকেই ফুল এবং পর্যাপ্ত পরিমাণের পানি না থাকায় দর্শনার্থীরা পদ্ম ফুলের কাছে  গিয়ে সৌন্দর্যকে উপভোগ করতে পারছেনা 

তবে কয়েক দিনের টাকা বৃষ্টি বর্ষনের কারনে বিলে কিছুটা পানি জমায়েত বেধেছে প্রকৃতি প্রেমিরা আশা করছেন অতি দূরত্ব তাদের মাঝে এই পদ্ম বিলের সৌন্দর্য ঠিক আগের মতই ফিরে পাবেন তারা। 

দর্শনার্থীরা বলছেন যদি সারা বছর এই বিলে পদ্মফুল ও পানি থাকতো তাহলে অনেক ভালো লাগতো। আর এই বিলটা সংরক্ষণ করা গেলে দর্শনার্থীরা আরও বেশি বেশি ফুলের ও জলজ পাখিদের সৌন্দর্য উপভোগ করতে পারতো। 

আর এই পদ্ম ফুলের গাছের অনেক ঔষধি গুনাগুণ রয়েছে যা সাধারণ মানুষের অনে উপকারে লাগতো । 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াছমিন বলেন, বর্ষামৌসুমে বিভিন্ন বিলে পদ্ম ফুলের দেখা মিলে। পদ্ম ফুলের অনেক ঔষধি গুনাগুণ রয়েছে, কৃষিজমিতে কীটনাশক ব্যবহার কমে যাওয়ায় বিলে শাপলা ও পদ্ম ফুলের দেখা মিলেছে। তবে এই বছর বর্যা ও সঠিক সময়ে বৃষ্টি না থাকায় এবছর প্রতি বছরের তুলনায় পদ্ম ফুল অনেকটাই কম। 

এমএসএম / এমএসএম

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন