ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আবারো আইসিইউতে পেলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ১০:৫৪

হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে।

শুক্রবার ইএসপিএন ব্রাজিলের খবর, আবারও আইসিইউতে ভর্তি করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। তিনবারের বিশ্বকাপজয়ীকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পেলের ঘনিষ্ঠ কেউই এ ব্যাপারে কিছু জানায়নি।

শুক্রবার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় সাও পাওলোর ওই হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া না গেলেও গণমাধ্যমটি জানিয়েছে, পেলের অবস্থা স্থিতিশীল আছে। বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা পরিপূর্ণ রাখতেই আইসিইউতে নেওয়া হয়েছে ফুটবল কিংবদন্তিকে।

তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্ত জানিয়েছেন তারা বাবার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন।’

৮০ বছর বয়সী পেলেকে আগস্টের শেষ দিক থেকে হাসপাতালেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে। রুটিন চেকআপ ও শরীরের অবস্থা পর্যবেক্ষণে আগস্টের শেষ দিকে হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় তার কোলন টিউমার ধরা পড়ে। গত ৪ সেপ্টেম্বর সফল অস্ত্রোপচারও করেন। পরে আইসিইউয়ে নেওয়া হয়েছিল তাকে।

এদিকে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ঘিরে শঙ্কা জন্মালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী রসিকতাও করেছিলেন। ফিটনেস অবস্থা বোঝাতে লিখেছিলেন, ‘এখনও ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত সময় খেলার মতো ফিট আছি।’

জামান / জামান

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন