পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং একই অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার।
সোমবার (৪ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ পদ ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য এক সম্মান ও দায়িত্বপূর্ণ চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা, আবাসন সংকট, মানসিক স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা, ক্যারিয়ার কাউন্সিলিং সহ সকল কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, উন্মুক্ত আলোচনা ও সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।"
তিনি আরও বলেন, "এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়নমূলক কর্মকান্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় নীতিনির্ধারণী পর্যায়েও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর জন্যও আমি কাজ করবো। আমার প্রত্যাশা, আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।”
এমএসএম / এমএসএম

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
