বিসিবির বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বুলবুল, আলোচ্যসূচি কী?
গত মে মাসে বিসিবি সভাপতি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বেশ কয়েকটি বোর্ড সভা করেছেন পরিচালকদের নিয়ে। বর্তমানে পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় আছেন বোর্ড সভাপতি। আগামী ১৭ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে বুলবুলের।
বিসিবি সভাপতির দেশে ফেরার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি বোর্ড সভা। আগামী ৯ আগস্ট (শনিবার) দুপুর তিনটায় মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের সভা। যেখানে স্বশরীরে উপস্থিত থাকবেন বিসিবির পরিচালকরা। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।
এ ছাড়া দেশের বাইরে থাকা আরেক পরিচালক ফাহিম সিনহাও যোগ দেবেন অনলাইনে। এবারের আলোচনার বিষয়বস্তু থাকবে বিপিএলের ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। এ ছাড়া জাতীয় দলসহ ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে।
এদিকে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শুরুর কয়েক দিন থাকবে ফিটনেসের ওপর বাড়তি নজর। যে কাজের দেখভাল করবেন ট্রেনার নাথান কেলি। পরবর্তীতে শুরু হবে স্কিল নিয়েও অনুশীলন।
চলমান এই ক্যাম্প চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বিসিবি।
Aminur / Aminur
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম
আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন
৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা
অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত
১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!