ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে ইউরোপের পাঁচ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পবিপ্রবির শিক্ষার্থী ডাঃ আবু সাঈদ


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ৪:২১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ আবু সাঈদ ২০২৫–২০২৭ শিক্ষাবর্ষের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত 'লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাক্সিনোলজি এডুকেশন (লাইভ)' প্রোগ্রামে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। এই স্কলারশিপের মাধ্যমে তিনি স্পেন, বেলজিয়াম ও ফ্রান্সের পাঁচটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাচ্ছেন।

আগামী দুই বছর তিনি Université Claude Bernard Lyon 1 (ফ্রান্স), Universitat Autònoma de Barcelona (স্পেন), University of Barcelona (স্পেন), University of Antwerp (বেলজিয়াম) এবং Université Jean Monnet Saint-Étienne (ফ্রান্স) বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। ইতোমধ্যে তিনি স্পেনের শিক্ষাভিসা পেয়েছেন এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইউরোপে যাত্রা করবেন। এই স্কলারশিপের আওতায় তার টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, আন্তর্জাতিক ভ্রমণ ব্যয়, স্বাস্থ্যবীমা এবং আবাসনসহ সকল খরচ বহন করা হবে।

'লাইভ' প্রোগ্রামটি হলো দুই বছরের একটি যৌথ ডিগ্রি প্রোগ্রাম, যা শিক্ষার্থীদের ইমিউনোলজি, ইনফেক্টিওলজি, ভ্যাকসিনোলজি এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য নীতি ও মানবিকতা বিষয়ে বিশেষ জ্ঞান প্রদান করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভ্যাকসিনোলজি ক্ষেত্রে গবেষণা, বৃহৎ ফার্মা কোম্পানি, বা পাবলিক হেলথ সংস্থায় কাজ করার জন্য প্রস্তুত হয়।

ডাঃ আবু সাঈদ তার এই অর্জনকে 'গর্বিত ও কৃতজ্ঞ' হিসেবে উল্লেখ করে বলেন, "এই অভিজ্ঞতা আমার ভবিষ্যতের গবেষণা, বিশেষ করে ভ্যাকসিন সায়েন্স, পাবলিক হেলথ এবং ওয়ান হেলথ-ভিত্তিক নীতিনির্ধারণী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি তার এই সাফল্যের জন্য আল্লাহ, পরিবার, শিক্ষক ও সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ইরাসমাস মুন্ডাস ইউরোপীয় কমিশনের একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রোগ্রাম, যেখানে প্রতি বছর হাজার হাজার আবেদনকারীর মধ্যে শুধুমাত্র মেধাবীরা নির্বাচিত হন। এই স্কলারশিপ পেতে একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণা দক্ষতা, নেতৃত্বগুণ ও আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সাঈদের এই সাফল্য বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা