ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

টটেনহ্যামের নতুন নেতা আর্জেন্টাইন রোমেরো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২৫ বিকাল ৭:৫

দীর্ঘ এক দশক ধরে টটেনহ্যাম হটস্পারে খেলেছেন সন হিউং-মিন। স্পার্সদের একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা দক্ষিণ কোরিয়ার এই সুপারস্টার টটেনহ্যাম ছেড়ে মেজর লিগ সকারে লস এ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন সম্প্রতি।
তার বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন কোচ থমাস ফ্র্যাংক। গত দুই মৌসুমে টটেনহ্যামে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন সন। তার অধীনে মে মাসে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জয় করে স্পার্সরা। 
এ মাসের শুরুতে সনের বিদায়ে নতুন কোচ ফ্র্যাংককে বাধ্য হয়েই নতুন নেতা খুঁজে নিতে হয়েছে। বিশ্বকাপ ও দুইবারের কোপা আমেরিকাজয়ী আর্জেন্টাইন সেন্টার-ব্যাক রোমেরো উত্তর লন্ডনের ক্লাবটিতে আনগে পোস্তেকোগ্লুর দুই বছরের মেয়াদে জেমস ম্যাডিসনের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
২০১৫-১০২৩ সাল, এই আট বছর হুগো লোরিসের কাঁধে ছিল স্পার্সদের অধিনায়কদের গুরু দায়িত্ব। গত এক দশকে তাই রোমেরো তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন। এক বিবৃতিতে ফ্র্যাংক বলেছেন, ‘ক্রিস্টিয়ান রোমেরোর সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সে অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। এতে তিনি বেশ সম্মানিত বোধ করছেন ও দারুণ খুশী হয়েছেন।’
আরও বলেন, ‘মাঠে চমৎকার এই ক্লাবটিকে নেতৃত্ব দেওয়া যে কোনো খেলোয়াড়েরই স্বপ্ন। আমি মনে করি রোমেরোর মধ্যে অধিনায়কের সব ধরনের গুনাবলী রয়েছে। নিজের সদ্ব্যবহার দিয়ে সে মাঠে নেতৃত্ব দেবে, পুরো দলকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটি লিডারশিপ গ্রুপ গড়ে তুলতে চাচ্ছি। একজন আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে, কিন্তু তার সাথে সম্ভাব্য চার থেকে পাঁচজনের একটি গ্রুপ গঠন করতে চাই যারা একে অন্যকে সহযোগিতা করবে। আমি যেমন নিজের মত করে কাজ করি, কিন্তু আমার চারপাশে দুর্দান্ত একটি সাপোর্ট স্টাফ টিম রয়েছে।’
২০২১ সালে সিরি-আ ক্লাব আটালান্টা থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে ঠিক ১০০ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে পোস্তেকোগ্লুর অধীনে ১৩টি ম্যাচে রোমেরো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২৭ বছর বয়সী রোমেরোর এবারের গ্রীষ্মে স্পার্স ছাড়ার গুঞ্জন ছিল। কিন্তু নতুন মৌসুমে নতুন দায়িত্ব পেয়ে এখন তাকে সবকিছুই নতুনভাবে সাজাতে হবে।

 

Aminur / Aminur

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০