ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

প্যালেসকে হারিয়ে শীর্ষে লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২১ সকাল ৯:৪১

অ্যানফিল্ডে অনুষ্ঠিত শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টল প্যালেসের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। এ জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জার্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচে একটি করে গোল করেছেন সাদিও মানে, মোহামেদ সালাহ এবং নাবি কেইতা।

ঘরের মাটিতে ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে লিভারপুল। তাতে সুযোগও আসে বেশ। কিন্তু এরপরও পাচ্ছিল না গোলের দেখা। অবশেষে বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে ম্যাচের অচলবস্থার অবসান ঘটান মানে।

এ সময় মোহাম্মদ সালাহ’র নেওয়া হেড ফিরিয়ে দেন ক্রিস্টালের গোলরক্ষক গুয়েতা। কিন্তু সেটা চলে যায় মানের কাছে। মানে জালে জড়াতে ভুল করেননি। এর মধ্য দিয়ে লিভারপুলের হয়ে সবশেষ ১৪ ম্যাচে ১৩তম গোল করেন মানে।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৭৮তম মিনিটে আসে দ্বিতীয় গোল। ভার্জিল ভ্যান ডাইকের শট ঠেকালেও ফিরতি চেষ্টায় সালাহর শট ঠিকই গিয়ে আছড়ে পড়ে বল। দুই গোলে এগিয়ে যায় অল রেডরা।

আর ৮৯তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন কেইটা। লিভারপুলের প্রথম প্রচেষ্টা এবার ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন গুয়াইতা; কিন্তু ডি-বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন গিনির সেন্ট্রাল মিডফিল্ডার।

এ জয়ের ফলে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান লিভারপুলের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাটেডের সংগ্রহ ৪ ম্যাচে ১০ পয়েন্ট। তাদের অবস্থান টেবিলের তিন নম্বরে।

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন