ক্যারিয়ারে সবচেয়ে বাজেভাবে হারলেন নেইমার

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। ইনজুরির কারণে ওই ম্যাচ খেলেননি নেইমার। গতকাল রোববার তার ক্লাব সান্তোস হেরেছে ৬-০ ব্যবধানে। কিন্তু এবার মাঠে থেকে চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো নেইমারকে।
এদিন ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেইমারের সান্তোসকে। জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো।
জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করা নেইমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখেছেন এদিন। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল সুপারস্টার। মাঠেই ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেন। তবে নেইমারের কান্না যেন থামছেই না। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ভাস্কো দা গামা গোল উৎসব শুরু করে ১৮ মিনিটে। লুকাস পিটন ভাস্কোকে এগিয়ে দেন। প্রথমার্ধে একটি গোলই পায় ভাস্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণ দুমড়ে মুচড়ে ফেলে ক্লাবটি, একে একে করে পাঁচটি গোল।
লিভারপুল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড কৌতিনহো চলতি মৌসুমেই ভাস্কোতে যোগ দিয়েছেন। জাতীয় দলে নেইমারের এই সতীর্থ দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন। ৫৪ ও ৬২ মিনিটে গোল করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তার আগে ৫২ মিনিটে এক গোল করেন ডেভিড। এতে ৪-০ গোলে এগিয়ে যায় ভাস্কো।
এছাড়া ৬০ মিনিটে রায়ান রোচা পেনাল্টি থেকে গোল করে ভাস্কোকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৮ মিনিটে দানিলো নেভেস ভাস্কোর গোল উৎসবে যোগ দেওয়ায় অবিশ্বাস্যভাবে স্কোরলাইন দাঁড়ায় ৬-০ তে।
এই জয়ে ভাস্কো অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। বর্তমানে টেবিলের ১৫তম স্থানে থাকা সান্তোসের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
Aminur / Aminur

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?

আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পণ্ড, আটক ৯০

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রোহিতের জায়গায় ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস!

ব্যাটিংয়ে ব্যর্থতার পর ২ রানে ১ উইকেট সাকিবের, জিতল অ্যান্টিগাও

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি

বার্সেলোনার মেসি যেভাবে রিয়ালের সাবেক কোচের ‘উপকার’ করেছেন
