ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সেরা ফর্মে থাকা গিলকে ছাড়াই এশিয়া কাপে খেলতে পারে ভারত!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১২:৫২

সবশেষ আইপিএলে দারুণ ব্যাট করেছেন শুভমান গিল। গুজরাটের অধিনায়ক হিসেবে সাড়ে ছয়শর বেশি রান করেছিলেন। ইংল্যান্ডেও সম্প্রতি দারুণ একটা সিরিজ পার করেছেন। ভারত টেস্ট দলের অধিনায়ক হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৭৫৪ রান এসেছে তার ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপের ভারত দলে তার জায়গা নিশ্চিত দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা।

গিল আইপিএলে ওপেনার হিসেবে রানবন্যা বইয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পাকাপোক্ত ওপেনিং জুটি রয়েছে। অভিষেক শর্মা ও স্যাঞ্জু স্যামসনের ওপেনিং জুটিতে ভরসা রাখছে বিসিসিআই। জানুয়ারি-ফেব্রুয়ারির ইংল্যান্ড সিরিজেও এই দুজনই ওপেন করেছেন। আর তাই ৯ থেকে ২৮ সেপ্টেম্বরের এশিয়া কাপের জন্য নির্বাচকদের বিবেচনা থেকে বাদ পড়তে পারেন গিল।

যদি শেষ পর্যন্ত গিল জায়গা পান, তবে সেটা হবে বিকল্প ওপেনার হিসেবে। একই যুক্তিতে দলে সুযোগ পাচ্ছেন না গত আইপিএলে সাড়ে পাঁচশর বেশি রান করা যশস্বী জয়সওয়াল। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও ক্রিকবাজ।

ক্রিকবাজ জানিয়েছে, দল বাছাইয়ের জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) মুম্বাইয়ে মিটিংয়ে বসবেন ভারতের নির্বাচকরা। সংযুক্ত আরব আমিরাতের লো স্কোরিং পিচ বিবেচনায় লখনৌ সুপার জায়ান্টসের শ্রেয়স আইয়ার ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জিতেশ শর্মাকে দলে ফেরাতে ইচ্ছুক তারা। দুজনের কেউই গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর একটিও ম্যাচ পাননি।

গত আইপিএলে আইয়ার ৬০৪ রান করেছিলেন। তিনি ডাক পেলে বাদ পড়তে পারেন ইংল্যান্ড সিরিজে মিডল অর্ডারে খেলা শিভম দুবে কিংবা রিংকু সিংয়ের মধ্যে যে কোনো একজন। আর বেঙ্গালুরুর শিরোপা জেতার পথে ২৬১ রান করা উইকেটকিপার জিতেশ দলে ঢুকলে ধ্রুব জুরেল বিবেচিত হবেন না। ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ডাক পেয়েছিলেন তিনি।

ইনজুরি থেকে ফেরা দলপতি সূর্যকুমার যাদব ফিটনেস টেস্টে পাস করেছেন। ফলে ভারতের এশিয়া কাপের দলে জায়গা পেতে কোনো বাধা নেই তার। ভারতের টি-২০ সেটআপে চার নম্বরে ব্যাট করেন তিনি। তিন নম্বরে খেলেন তিলক বার্মা।

টি-২০ দলে হার্দিক পান্ডিয়ার স্থান নিয়ে কখনও শঙ্কা তৈরি হয়নি। গত বছর ভারতের বিশ্বকাপ জেতার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি; শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও। শঙ্কা নেই সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে নিয়েও। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও খুবই কার্যকরী তিনি। স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণু।

ওয়ার্কলোড ম্যানেজ করে চলা জাসপ্রিত বুমরাহ নাকি এশিয়া কাপে খেলার ইচ্ছার কথা নির্বাচকদের জানিয়েছেন। অর্থাৎ তিনিই নেতৃত্ব দিচ্ছেন ভারতের পেস অ্যাটাককে। বুমরাহর মতো আর্শদীপ সিংয়েরও এশিয়া কাপে খেলা নিশ্চিত। মোহাম্মদ শামি না থাকায় প্রসিধ কৃষ্ণা কিংবা হার্শিত রানাদের কারো সুযোগ মিলতে পারে।

এমএসএম / এমএসএম

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা