ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ২:১১

আসন্ন এশিয়া কাপ সামনে রেখে চলতি আগস্টের প্রথম সপ্তাহে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ তবে আজ (শুক্রবার) ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিসিবিকে। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন ৫ ক্রিকেটার।  

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিশেষ করে তৃতীয় ওপেনার হিসেবে কে উঠবেন এশিয়া কাপের বিমানে, এ নিয়ে প্রশ্ন সবার মনে। এ জায়গায় খুব একটা চমক থাকছে না বলে শোনা যাচ্ছিল। তবে সময় পার হতেই এই পজিশনের জন্য আলোচনায় আসতে শুরু করেছে আরো দু-একজনের নাম।

অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি নাঈম শেখ। টি-টোয়েন্টি সুলভ যে ইনিংস সেটা তার ব্যাট থেকে দেখা যায়নি। মূলত নাঈমকেই এশিয়া কাপের তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল। তবে এমন পারফরম্যান্সের পর আসলে অনেকটাই পিছিয়ে গেছেন তিনি।টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কয়েকটি ম্যাচে ভালো করেছেস জিসান আলম। তবে তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়েও নিশ্চিত করে জানা যায়নি। কেননা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত অভিষেক তো দূরের কথা, কখনো ডাকও পাননি জিসান।

সেক্ষেত্রে আলোচনায় রয়েছে আরো একটি নাম, সৌম্য সরকার। বড় টুর্নামেন্ট এলেই যেন সৌম্যের নাম চলে আসে বাংলাদেশ ক্রিকেটে। যদিও সৌম্যও কোথাও বলার মতো কিছু করেননি। তবে অভিজ্ঞ বিচারে তিনি থাকছেন এগিয়ে।সাবেক ক্রিকেটার এবং দেশের ঘরোয়া ক্রিকেটের তারকা এক কোচও এমনটা জানালেন। তিনি বলেন, ‘আমার হিসাবের সৌম্য  এগিয়ে থাকবে অভিজ্ঞতা বিচারে। জিসানকে নিয়েও কথা হবে। কিন্তু ও বড় কোনো টুর্নামেন্টে ধারাবাহিক রান করতে পারেনি। যেমনটা নাঈম শেখ করে এনসিএল বা বিপিএলে।’

তিনি আরও বলেন, ‘তবে জিসান প্রসেসের মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে রেডি হচ্ছে। তাকে এখন নেদারল্যান্ডস সিরিজে নিয়ে যদি না খেলায় এরপর এশিয়া কাপেও না খেলায়। এরপর এনসিএলে ফেল করে তাহলে তো আবার বাদ যাবে। যা ওর জন্য ঠিক হবে না,  আমার হিসেবে ধারণা এই মুহূর্তে নাঈমের থেকে সৌম্যর সুযোগ বেশি।’

এমএসএম / এমএসএম

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০