ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননী নিপা দাসকে নিয়ে চম্পট


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ২:৩৪

যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু অনুপম দাসের স্ত্রী এক সন্তানের জননী নিপা দাস (২১)কে নিয়ে চম্পট দিয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত আবুল হোসেন শেখের ছোট ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী গ্রাম বুরুলি দাস পাড়ায় অবাধে চলাচল করার সুবাদে অরুণ দাসের ছেলের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অনুপম দাসের স্ত্রী নিপা দাসের সাথে গভীর রাতে দেখা করতো তবিবুর। কথায় আছে 'চোরের দশ দিন, মহাজনের একদিন', তেমনই একদিন প্রতিবেশীদের কাছে ধরা পড়ে তারা। তাদের দুইজনকে ধরে ফেললেও প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার কারণে ভয়ভীতি দেখালে বিষয়টি ধামাচাপা পড়ে। কিছুদিন না যেতেই অনুপম দাসের স্ত্রী নিপা দাস কে নিয়ে চম্পট দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন।

তারা আরও বলেন, এলাকায় তার ডাক নাম 'তইবুর'। সে এমন কোনো কাজ নেই যা করতে পারে না। ব্যক্তিত্ব, সম্মান, মনুষ্যত্ব কিছুই নেই। আগে কাজ কাম করে সংসার চলতো। সাবেক এমপি আজিজুর রহমান আজিজ এর নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার নামে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছে। এখন তারা টাকা চাইলে ভয়ভীতি দেখায়। এমনকি অনেকের কাছ থেকে চাঁদা নিয়েছে। এক কথায় সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, লুটপাট, ভাংচুর, সরকারি খাসজমি দখল, ঘের দখল তার কাছে কিছুই না। গত ৫ আগস্ট এর পর থেকে 'তইবুর' এখন ৫ নং মউৃগকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহাম্মেদের লোক হয়ে এলাকা জিম্মি করে ফেলেছে। ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তবিবুর রহমান ওরফে তপুর বিরুদ্ধে সাংবাদিক হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

নিপা দাস চৌগাছার দাসপাড়ার রমন দাসের মেয়ে, মাতা শিউলি দাস। গত ২৪ জুন ২০২৫ নিপা দাস স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। গত ৮ আগস্ট ২০২৫ চলে যাওয়ার খবর জানতে পারে শ্বশুর অরুণ দাস। গত ১৯ আগস্ট অরুণ দাস বাদী হয়ে বিজ্ঞ আদালতে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বিজলি দাস বলেন, "আমার বৌমা চলে গেছে," কাঁদতে কাঁদতে বলেন, "একটি মাত্র দাদুভাই প্রমিত দাস, বয়স ৬ বছর, তাকে রেখে চলে গেছে।" এ বিষয়ে অরুণ দাস বলেন, "আমার ছেলে বউ নিপা দাস বাপের বাড়ি গিয়েছিল, ওখান থেকে চলে গেছে জানতে পারলাম। আমি আমার আত্মীয়স্বজনদের কাছে খোঁজ নিই। কিন্তু কোনো সন্ধান পেলাম না। গত ১৯ আগস্ট আমি নিজে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।"

তবিবুর রহমান ওরফে তপু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেক লীগ নেতা শেখ আসাদুজ্জামানের আপন ছোট ভাই।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা