ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননী নিপা দাসকে নিয়ে চম্পট


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ২:৩৪

যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু অনুপম দাসের স্ত্রী এক সন্তানের জননী নিপা দাস (২১)কে নিয়ে চম্পট দিয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত আবুল হোসেন শেখের ছোট ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী গ্রাম বুরুলি দাস পাড়ায় অবাধে চলাচল করার সুবাদে অরুণ দাসের ছেলের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অনুপম দাসের স্ত্রী নিপা দাসের সাথে গভীর রাতে দেখা করতো তবিবুর। কথায় আছে 'চোরের দশ দিন, মহাজনের একদিন', তেমনই একদিন প্রতিবেশীদের কাছে ধরা পড়ে তারা। তাদের দুইজনকে ধরে ফেললেও প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার কারণে ভয়ভীতি দেখালে বিষয়টি ধামাচাপা পড়ে। কিছুদিন না যেতেই অনুপম দাসের স্ত্রী নিপা দাস কে নিয়ে চম্পট দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন।

তারা আরও বলেন, এলাকায় তার ডাক নাম 'তইবুর'। সে এমন কোনো কাজ নেই যা করতে পারে না। ব্যক্তিত্ব, সম্মান, মনুষ্যত্ব কিছুই নেই। আগে কাজ কাম করে সংসার চলতো। সাবেক এমপি আজিজুর রহমান আজিজ এর নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার নামে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছে। এখন তারা টাকা চাইলে ভয়ভীতি দেখায়। এমনকি অনেকের কাছ থেকে চাঁদা নিয়েছে। এক কথায় সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, লুটপাট, ভাংচুর, সরকারি খাসজমি দখল, ঘের দখল তার কাছে কিছুই না। গত ৫ আগস্ট এর পর থেকে 'তইবুর' এখন ৫ নং মউৃগকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহাম্মেদের লোক হয়ে এলাকা জিম্মি করে ফেলেছে। ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তবিবুর রহমান ওরফে তপুর বিরুদ্ধে সাংবাদিক হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

নিপা দাস চৌগাছার দাসপাড়ার রমন দাসের মেয়ে, মাতা শিউলি দাস। গত ২৪ জুন ২০২৫ নিপা দাস স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। গত ৮ আগস্ট ২০২৫ চলে যাওয়ার খবর জানতে পারে শ্বশুর অরুণ দাস। গত ১৯ আগস্ট অরুণ দাস বাদী হয়ে বিজ্ঞ আদালতে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বিজলি দাস বলেন, "আমার বৌমা চলে গেছে," কাঁদতে কাঁদতে বলেন, "একটি মাত্র দাদুভাই প্রমিত দাস, বয়স ৬ বছর, তাকে রেখে চলে গেছে।" এ বিষয়ে অরুণ দাস বলেন, "আমার ছেলে বউ নিপা দাস বাপের বাড়ি গিয়েছিল, ওখান থেকে চলে গেছে জানতে পারলাম। আমি আমার আত্মীয়স্বজনদের কাছে খোঁজ নিই। কিন্তু কোনো সন্ধান পেলাম না। গত ১৯ আগস্ট আমি নিজে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।"

তবিবুর রহমান ওরফে তপু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেক লীগ নেতা শেখ আসাদুজ্জামানের আপন ছোট ভাই।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১

কুড়িগ্রাম -১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মো: ইউনুস আলী

মেহেরপুরে গোভীপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত