ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ২:২৩

সমুদ্রের তলদেশে জন্ম নেওয়া অমূল্য সম্পদ সামুদ্রিক শৈবাল বা সি-উইড থেকে উদ্ভাবিত হয়েছে এক নতুন পুষ্টিকর ও সুস্বাদু স্যুপ। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান মীর মোহাম্মদ আলীর নেতৃত্বে গবেষক দল এ স্যুপ উদ্ভাবন করেন।

বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে স্যুপটির নাম রাখা হয়েছে ‘এসএইউ সি-উইড স্যুপ’। ৬ মাসেরও বেশি সময় ধরে কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত সি-উইড নিয়ে গবেষণা চালিয়ে স্যুপটির রেসিপি ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি তৈরি করা হয়। এটি দেশের প্রথম রেডি-টু-কুক প্যাকেটজাত সি-উইড স্যুপ বলে দাবি গবেষকদের।

প্রতিটি ১২.৫ গ্রাম ওজনের প্যাকেটে ব্যবহৃত হয়েছে ২.৫ গ্রাম শৈবাল, যাতে রয়েছে প্রায় ১০ গ্রাম প্রোটিন। এছাড়া সি-উইডে প্রাকৃতিকভাবে থাকে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি এবং আয়োডিন, যা একে ক্যালোরিমুক্ত ‘সুপার ফুড’ হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

গবেষণা দলের মতে, বাংলাদেশে প্রায় ২০০ প্রজাতির সি-উইড রয়েছে, যার মধ্যে ১৪টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। দেশের সামুদ্রিক এলাকার মাত্র ১০% ব্যবহার করে বছরে প্রায় ৪০০ টন সি-উইড উৎপাদন সম্ভব, যার বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ৮৭৮ কোটি টাকা।

স্যুপটির বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে ‘ড্রিম ফুড’ নামক একটি খাদ্যপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। বর্তমানে এটি বিসিএসআইআর ল্যাবে ৬ মাসব্যাপী পরীক্ষাধীন রয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে বাজারজাতকরণ শুরু হবে।

এছাড়াও প্যাকেটের কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা স্যুপের উৎপাদন প্রক্রিয়া, পুষ্টিগুণ ও ক্যালোরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন—এমন একটি ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবস্থা চালু করার উদ্যোগও নেওয়া হয়েছে।

গবেষকদের মতে, এই উদ্ভাবন বাংলাদেশের পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কক্সবাজার উপকূলের জেলেদের জন্য তৈরি করবে নতুন কর্মসংস্থানের সুযোগ।

এমএসএম / এমএসএম

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার