এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের একাধিক ব্যটারের। এই তালিকায় আছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। তারা সবাই দুই ধাপ করে পিছিয়েছেন।
মিরাজের আগের অবস্থান ছিল ৭০তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিন এখন ৭২ নম্বরে নেমে গেছেন। এ ছাড়া ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৮৭ নম্বরে সৌম্য, একই পয়েন্ট তানজিদ হাসান তামিমেরও।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আছেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সেরা একশতে আছেন বাংলাদেশের তাওহিদ হৃদয় ও জাকের আলি।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এক ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
১০৩ বলে ১৪২ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন হেড। ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। আরেক ওপেনার মার্শ ১০৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরিতে ৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি।
সবচেয়ে বেশি উন্নতি হয়েছে গ্রিনের। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে ৭৮ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
এমএসএম / এমএসএম

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার
