ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৩:১৩

কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপুর্ণ দুটি সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী, যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। খানখন্দে হওয়ার কারণে প্রতিদিন নানা দুর্ঘটনা ঘটছে। শহরের গুরুত্বপূর্ণ দুটি রাস্তার একটি সড়ক বিভাগের, আরেকটি পৌরসভার। দীর্ঘদিন মেরামত না করায় সড়ক দুটির বেহাল দশার জন্য সংশিষ্ট দপ্তরকে দায়ি করছেন ভুক্তভোগীরা। এদিকে জনগণের ভোগান্তী বিবেচনায় সংস্কারের আশ^াস দুই দপ্তরের। সড়কে অসংখ্য গর্তে জমে আছে বৃষ্টির কাদা পানি। ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চলছে যানবাহন। পথচারী আর যাত্রীদের চরম কষ্টে চলতে হচ্ছে।

কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় পর্যন্ত সড়ক বিভাগের প্রায় দুই কিলোমিটার ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে গহওরপার্ক পর্যন্ত পৌরসভার প্রায় দেড় কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী। অথচ এই সড়কে পাশে রয়েছে জেলার সবচেয়ে বড় কাঁচামালসহ চালের আরদ, কাপড় মার্কেটসহ অন্যান্য গুরুত্বপুর্ণ ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও এই সড়ক দুটি দিয়েই চলাচল করছে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রীক যানবাহনও। দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় চরম ভোগান্তিতে যানবাহনের চালক ও পথচারীরা। দ্রুত সড়ক দুটি মেরামতের দাবি ভুক্তভোগীদের। কুড়িগ্রাম পৌরসভার আওতায় ১শ ৬৩ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ক্ষতিগ্রস্থ সড়ক ৩৮ কিলোমিটার। এরমধ্যে জেলা শহরের অভ্যন্তরে দেড় কিলোমটার। আর সড়ক বিভাগের আওতায় ২শ ৭১ কিলোমিটার সড়কের মধ্যে ক্ষওিগ্রস্থ সড়ক ৩৩ কিলোমিটার। এরমধ্যে জেলা শহরের অভ্যন্তরে ২ কিলোমিটার।এদিকে পৌরসভার আওতায় থাকা গুরুত্বপুর্ণ সড়কটি দ্রুত মেরামতের আশ^াস মিললেও গত এক বছর ধরে মন্ত্রণালয়ে আটকে থাকা দরপত্রের অনুমোদনের অপেক্ষায় সড়ক বিভাগ।অনুমোদন পেলে দ্রুত কাজ করার কথা জানায় সড়ক বিভাগ –আমরা এই রাস্তার দু পাশের দোকান আছে।  জিয়া বাজারের ব্যবসায়ী আবুল হোসেন জানান

কুড়িগ্রাম জেলায় জিয়া বাজার সবচেয়ে জেলার বড় সবজীর পাইকারী বাজার। এখানে দুর দুরান্ত থেকে লোকজন আসে। রাস্তা খারাপের কারণে লোকজন এখন কম আসে।  এতে এই বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

ড্রাইভার হাসেম আলী জানান কুড়িগ্রামের মধ্যে গাড়ীর সংখ্যা অনেক বেশী। রাস্তা অনেক ছোট। একটি গাড়ী অপর গাড়ীকে সাইড দিতে পারে না। রাস্তা ভাঙ্গা। দীর্ঘদিন থেকে রাস্তার কোন কাজ হয় না। আমরা গাড়ী চালাতে পারি না। এমনকি হাসপাতালে রোগী নিয়ে যেতে কষ্ট হয়।

কুড়িগ্রামজেলা বি এন পির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব  কুড়িগ্রাম শহরের প্রধান সড়ক দুটি সড়ক বিভাগ ও পৌরসভার। দু বছর ধরে রাস্তার বেহাল অবস্থা চলছে। মানুষের চলাচলে একেবারে অনুপযুক্ত।আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি অবিলম্বে সরকার যেন রাস্তা গুলো মেরামত করে চলাচলে উপযোগী করে।

কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সরকার জানান কুড়িগ্রাম শহরের সড়ক ও জনপদের দুই কিঃ মিঃ রাস্তা খুবই ক্ষতিগ্রস্থ। যেটি আমাদের জরুরী মেরামত করা প্রয়োজন। এই রাস্তার জন্য ২০২৪ সালে দরপত্র আহবান করে মন্ত্রনালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছি। এখনও আসেনি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: আতিকুর রহমান জানান কুড়িগ্রাম শহরের পৌরসভার প্রধান রাস্তাটি জনবহুল রাস্তা। দীর্ঘদিন থেকে রাস্তাটির কোন সংস্কারের কাজ হয় না। লোজজন ভোগান্তিতে আছে রাস্তা নিয়ে। আমরা ইতিমধ্যে রাস্তা সংস্কারের জন্য দরপত্র আহবান করেছি। প্রক্রিয়া শেষ করেই রাস্তার কাজ শুরু হবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা

ফেনীতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বোয়ালমারীতে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শার্শায় স্কুল পড়ুয়া ৪৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম গ্রেপ্তার