রাণীনগরে কৃষকের ক্ষতি প্রায় ৩৪কোটি ৩০লাক্ষ৪০হাজার টাকা

চলতি মৌসুমে নওগাঁর রাণীনগর উপজেলায় আমন আবাদের শুরুতেই এবার কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ৩৪কোটি ৩০লাক্ষ৪০ হাজার টাকা। উত্তরের উজান থেকে নেমে আসা পাহারি ঢলের পানি এবং অতি বৃষ্টিপাতের কারনে রোপনকৃত ধান বন্যার পানিতে ডুবে এই ক্ষতি সংঘটিত হয়েছে। তবে ফসলের মাঠ থেকে পানি দ্রুত না নামলে এই ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। এতে ক্ষতিগ্রস্থ্যদের তালিকা করে সরকারীভাবে সহায়তার দাবি করেছেন কৃষকরা।রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,চলতি মৌসুমে উপজেলা জুরে ১৮হাজার ৯১০হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান রোপন করেছিলেন কৃষকরা। ধান রোপনের অল্প কিছু দিনের মধ্যেই উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানি এবং ধারাবহিক ভারী বৃষ্টিপাতে উপজেলার একডালা,পারইল,বড়গাছা,গোনা,মিরাট,রাণীনগর সদর ইউনিয়নসহ বিভিন্ন নিন্মাঞ্চল প্লাবিত হয়ে যায়। এতে বন্যার পানিতে ২হাজার ৭৭৫হেক্টর জমির রোপনকৃত ধান ডুবে যায়। এর মধ্যে ৯৪৭হেক্টর জমির সম্পন্ন ধান ক্ষতিগ্রস্থ্য হয়েছে এবং ১হাজার ৮২৮হেক্টর জমির ধান আংশিক ক্ষতি হয়েছে। যার ফলে ১১হাজার ৫৮০মেট্রিকটন ধান উৎপাদ কম হবে।এতে উপজেলা জুরে ২হাজার ৭৫৫কৃষক পরিবারের ৩৪কোটি ৩০লাখ ৪০হাজার টাকার ক্ষতি হয়েছে। এই কর্মকর্তা আরো বলছেন,আগামী এক সপ্তাহ থেকে ১০দিনের মধ্যে যদি মাঠ থেকে পানি কমে তাহলে ব্রি ধান-৩৪রোপন করা সম্ভব হবে। কিন্তু পানি না কমলে আর কোন ধানই রোপন করা সম্ভব হবেনা বলে জানিয়েছেন তিনি।
রাণীনগর উপজেলার একডালা গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, তিনি প্রতি বছর ১২৫বিঘা জমিতে ধান রোপন করেন। চলতি মৌুসেম ৮৭বিঘা জমিতে ধান রোপন সম্পন্ন হয়েছিল। এরই মধ্যে বন্যার পানি মাঠে প্রবেশ করায় আর রোপন করতে পারেননি। তার পরেও বন্যায় ৩৯বিঘা জমির রোপনকৃত ধান পানিতে ডুবে পঁচে নষ্ট হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্থ্য কৃষকের সঠিক তালিকা করে সরকারীভাবে সহায়তার দাবি জানান।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন,বৃষ্টিপাত কমে যাওয়ায় নদ-নদী থেকে পানি কমে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আত্রাই নদীর আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে সমতল বিপদ সিমার ১৩১সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে এখনই নদ-নদীতে পানি বাড়ার সম্ভবনা নেই।
এমএসএম / এমএসএম

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়
