ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তিন চমক রেখে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৭:২১

সবশেষ দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ইতালি। চলমান ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও ইতালির অবস্থান খুব একটা ভালো নয়। একটু এদিক ওদিক হলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে আজ্জুরিরা। প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে ‘আই’ গ্রুপে রয়েছে ইতালি। ২ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে আজ্জুরিরা গ্রুপের তিন নম্বরে আছে। এক ম্যাচ বেশি খেলা ইসরায়েল ৬ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। আর ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে এস্তোনিয়া। শীর্ষে থাকা নরওয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৬ সেপ্টেম্বর এস্তোনিয়া ও ৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে খেলবে ইতালি। আসন্ন এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) চমক রেখে দল ঘোষণা করেছেন ইতালির কোচ জেনারো গাত্তুসু। গত জুনে ইতালির দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম দল ঘোষণা।
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার। তাদের মধ্যে বড় চমক লিভারপুলের ১৮ বছর বয়সী সেন্টার ব্যাক জিওভানি লিওনি। ইতালি দলে প্রথমবারের মতো ডাক পাওয়া আরও দুই ফুটবলার হলেন- ইন্টার মিলানের ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিতো এবং বোলোগনার মিডফিল্ডার জিওভান্নি ফ্যাবিয়ান।
চলতি মাসেই পারমা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন লিওনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ৬ বছরের। গত মৌসুমে সিরি আ-তে পার্মার হয়ে ১৭ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এবার ইতালির মূল দলের হয়ে মাঠে নামার অপেক্ষাও হয়ত ফুরোতে যাচ্ছে।
গত জুন মাসে লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করার পর গাত্তুসোকে দায়িত্ব দেয়া হয়। এরপর এই প্রথম দল ঘোষণা করলেন তিনি। জিওভান্নি লিওনি লিভারপুলে নাম লেখালেও এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে মাঠে নামার সুযোগ পাননি। একনজরে বিশ্বকাপ বাছাইয়ে ইতালি দল-
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি), অ্যালেক্স মেরেট (নাপোলি), মার্কো কার্নেসেচ্চি (আটালান্টা), গুগলিয়েলমো ভিকারিও (টটেনহ্যাম)।
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), রিকার্দো কালাফিওরি (আর্সেনাল), আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো (জুভেন্টাস), রাউল বেলানোভা (আটালান্টা), জিওভান্নি ডি লরেঞ্জো (নাপোলি), ফেডরিকো ডিমারকো (ইন্টার মিলান), ফেদেরিকো গাট্টি (জুভেন্টাস), জিওভানি লিওনি (লিভারপুল), জিয়ানলুকা মানচিনি (এএস রোমা)।
মিডফিল্ডার: নিকোলো বারেলা (ইন্টার মিলান), ডেভিড ফ্রাত্তেসি (ইন্টার মিলান), ম্যানুয়েল লোকাতেল্লি (জুভেন্টাস), নিকোলো রোভেল্লা (ল্যাজিও), সান্দ্রো টোনালি (নিউক্যাসল), জিওভানি ফ্যাবিয়ান (বোলোগনা)।
ফরোয়ার্ড: ময়েস কিন (ফিওরেন্টিনা), ফ্রান্সেস্কো পিও এস্পোসিটো (ইন্টার মিলান), ড্যানিয়েল মালদিনি (আটালান্টা), মাত্তিয়া জাকাগনি (ল্যাজিও), মাত্তেও পলিতানো (নাপোলি), গিয়াকোমো রাসপাদোরি (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতেও রেতেগুই (আল কাদসিয়া), জিয়ানলুকা স্কামাক্ক (আটালান্টা), রিকার্ডো ওরসোলিনি (বোলোগনা)।

 

 

Aminur / Aminur

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০