ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মৌসুমে প্রথম হোঁচট বার্সার, গোলরক্ষকের দৃঢ়তায় হার থেকে রক্ষা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১০:৩৫

মৌসুমের তৃতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো বার্সেলোনা। প্রথমবারের মত পয়েন্ট হারাতে হলো তাদের। যদিও গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দৃঢ়তায়, অসাধারণ কিছু সেভ-এর কারণে রায়ো ভায়েকানোর কাছে পরাজয় থেকে রক্ষা পায় বার্সা। তবে ১-১ গোলে ড্র করে ঘরে ফিরতে হয়েছে তাদেরকে।
এখনও পর্যন্ত খেলা ৩টি ম্যাচই বার্সার ছিল অ্যাওয়ে। প্রথম দুই ম্যাচে দারুণ খেলা দেখালেও তৃতীয় ম্যাচে এসে রায়ো ভায়েকানোর কাছে আর পারলো না তারা। বরং, যেভাবে একের পর এক ভুল করেছে, তাতে যে হেরে যায়নি, সেটাই সৌভাগ্য।
কোচ হান্সি ফ্লিক তো বলেই বসলেন, `যে খেলা দেখিয়েছি, তাতে আমরা এক পয়েন্টেরই যোগ্য। এত ভুল করলে একটি ম্যাচে জেতা যায় না। তবুও গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ধন্যবাদ যে, তার কারণে হেরে যাইনি আমরা। গার্সিয়াকে দলে নেয়া যে ভুল ছিল না, এ ম্যাচটাই তার প্রমাণ।‘
প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে দারুণ পেনাল্টি কিকে ভায়েকানোর জালে বল জড়ান লামিনে ইয়ামাল। তবে ম্যাচের ৬৭তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান ভায়েকানোর ফ্রান পেরেজ। খুব কাছ থেকে আলতো পায়ে বলটি তিনি জড়িয়ে দেন বার্সার জালে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সার শতভাগ জয়ের যে রেকর্ড ছিল, সেটা আপাতত ভেঙ্গে গেলো এই ম্যাচে ড্র করার মধ্য দিয়ে। এই ড্র‘য়ের ফলে ৩ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৭। তারা রয়েছে এখন চতুর্থ স্থানে। ৯ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ২য় স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও।
গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দলেই রাখেননি কোচ লুইস ডি লা ফুয়েন্তে। তিনিই কি না বার্সার পোস্টের নিচে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, জাতীয় দলে জায়গা না পাওয়ার মত তিনি নন। বেশ কয়েকটি নিশ্চিত গোল থেকে বার্সাকে বাঁচিয়েছেন তিনি। কোচ হান্সি ফ্লিকের মতে, একটি নিশ্চিত গোল হওয়ার মত বলকে ঠেকিয়ে দিয়েছেন গার্সিয়া।
ফ্লিক বলেন, `আজকে কোনো ভুলই সে করেনি। মূলত বল এবং পোস্টের মধ্যে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে কানেক্ট করতে পেরেছিলেন তিনি।‘

 

Aminur / Aminur

গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি