রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রংপুরে আজসোমবার (২০ সেপ্টেম্বর) শব্দদূষণ নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পিডি, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচলক মো. হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান।
অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক মেজবাহুল আলম, সাংবাদিক মেরিনা লাভলী, জুয়েল আহমেদ, সাজ্জাদ হোসেন বাপ্পী, রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে রংপুর সিটি কর্পোরেশনের রংপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঘোষিত নীরব এলাকার শব্দদূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এমএসএম / জামান