ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুদ্দিনকে একাদশে না দেখে সিলেটের দর্শকরা হতাশ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৫:২৭

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ও ছিলেন না সাইফুদ্দিন, তাকে একাদশে সুযোগ না দেওয়ায় হতাশ হয়েছেন সিলেটের দর্শকরা। এছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের 

ক্রীড়ামোদি,সংগঠক ও ক্রীড়া বিশ্লেষকরা। তারা মনে করছেন দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে ফিরে নামের প্রতি সুবিচার করেছেন সাইফুদ্দিন,এবং দলের প্রয়োজনে ভাল বোলিংয়ের পাশাপাশি রানও করেছেন।

অপরদিকে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও আগুনঝরা বোলিং করেছেন,নিয়েছেন তিন উইকেট,কিন্তু সাইফুদ্দিনকে একাদশে না দেখে দর্শকরা হতাশা প্রকাশ করেছেন। খেলা দেখতে আসা সিলেট জেলা দলের সাবেক এক ক্রিকেটার বলেন,আমাদের প্রত্যাশা ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের একাদশে সাইফুদ্দিন থাকবেন,কিন্তু তারমতো একজন ভাইটাল অলরাউন্ডার একাদশে সুযোগ না পাওয়ায় আমি হতাশ। 

দর্শকেরা আরো বলেন,তিনি ব্যাটিং বা বোলিং উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারেন এবং দলের জন্য ছোট ছোট কিন্তু কার্যকর ক্যামিও এনে দিতে পারেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারা আরো বলেন, সাইফুদ্দিন  জাতীয় দলে ফিরে আসার পর শ্রীলঙ্কা সিরিজ ও প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন,এবং টি-টোয়েন্টিতে ছন্দে রয়েছেন। 

সাইফুদ্দিন একাদশে সুযোগ না পাওয়ার বিষয়ে বাংলাদেশ দলের সহকারী কোচ বলেন,সাইফুদ্দিন একাদশে না রাখাটা ছিল দলের একটি কৌশলগত সিদ্ধান্ত। তিনি আরো বলেন, এই সিরিজটিকে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে, তাই দল নির্বাচন কিছুটা পরীক্ষামূলক হিসেবে সুযোগ দেওয়া হয়েছে। দলের নিয়মিত খেলোয়াড়দের পারফরম্যান্স এবং তাদের ফিটনেসকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!

ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি

সাইফুদ্দিনকে একাদশে না দেখে সিলেটের দর্শকরা হতাশ

লিটনের অধিনায়কত্ব খুবই ব্রিলিয়ান্ট: বিসিবি সভাপতি বুলবুল

চোট নয়, অন্য কারণে ব্রাজিল দলে সুযোগ পাননি নেইমার!

টস জিতে কেন পরপর দুই-দিনই বোলিং নিলেন লিটন?

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

বাংলাদেশের সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের ম্যাচে ফেরা