ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি
আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬টি ম্যাচ হওয়ার কথা ছিল ওই সিরিজে। তবে বেশ কিছুদিন দোটানার পর জুলাই মাসেই ওই সফর স্থগিত হয়ে যায়। ফলে এশিয়া কাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের বাইরে থাকার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তাই বিসিবি এই সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করে।
ভারত সফরে না আসায় আর্থিকভাবে লোকসানে পড়েছে বিসিবি। এ ছাড়া প্রস্তুতিতেও ঘাটতি কমাতে আনা হয় ডাচদের। গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।’
ভারত দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় এই সিরিজ থেকে বিসিবির আর্থিক ক্ষতি হচ্ছে জানিয়ে বুলবুল বলেন, ‘ভারত আসার কথা ছিল বাংলাদেশ সফরে, কিন্তু আসেনি। তাই আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজটা নিয়ে। তবুও আমরা এই সিরিজটা আয়োজন করেছি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে খেলার পর সৃষ্ট গ্যাপ না রাখার লক্ষ্যে আমরা নেদারল্যান্ডসকে এনেছি।’
এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছে বলে দাবি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ভালো খেলছি। এশিয়া কাপ ও ২০২৬ সালের যে বিশ্বকাপ হবে তার প্রস্তুতি চলছে এখন।’
Aminur / Aminur
টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’
সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা