ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ১২:২৭

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্লান ছিলেন অধিনায়ক লিটন দাস। যে কারণে এশিয়া কাপের আগে তার ফর্মে ফেরা নিয়ে ক্রিকেটসংশ্লিষ্টদের উদ্বেগ ছিল। লিটন সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন নেদারল্যান্ডস সিরিজে। যেখানে সর্বোচ্চ ১৪৫ রান করে তিনি সিরিজেসেরার পুরস্কার পেয়েছেন। 

তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। পরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি (অধিনায়কত্ব) উপভোগ করি, উপভোগ করি বলেই এই দায়িত্ব নিয়েছি। অবশ্যই আমাদের টানা বেশ কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট হয়েছে। আমি নিজেও পারফর্ম করছি, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।’

সর্বশেষ সিরিজে রান পাওয়ায় লিটন নিজেও সন্তুষ্ট, ‘আমাদের দলের সবাই ভালো পারফর্ম করছে, আর আমারও একটি চ্যালেঞ্জ ছিল– আমিও যেন সেই অবদান রাখতে পারি, যেন ভালো পারফর্ম করতে পারি। সেদিক থেকে আমি ভীষণ আনন্দিত যে আমি দলের একজন সদস্য হিসেবে ইতিবাচক প্রভাব রাখতে পারছি।’

অধিনায়কত্ব পাওয়ার পর টানা তিন সিরিজে জয়ের স্বাদ পেয়েছেন লিটন। সিলেটে হ্যাটট্রিক পূর্ণ করে ভেন্যুটির প্রশংসা করেছেন তিনি, ‘আমরা জানি বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে সিলেট ও চট্টগ্রাম তুলনামূলকভাবে বেশ ব্যাটিং-বান্ধব ভেন্যু। আউটফিল্ডও এখানে খুব ভালো। অন্যদিকে মিরপুরে সবাইকেই কিছুটা সংগ্রাম করতে হয়, শুধু আমাদের স্থানীয় খেলোয়াড়রা নয়, বিদেশি খেলোয়াড়রাও এখানে খেলতে এসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাই স্বাভাবিকভাবেই সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটি ভালো বিকল্প, দারুণ একটি মাঠ। এখানে খেলা সত্যিই উপভোগ্য। আপনারা যারা এখানে থাকেন, তারাও পরিবেশ দেখে নিশ্চয়ই আনন্দ পান।’

এমএসএম / এমএসএম

গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি