গাইবান্ধার সাঘাটায় ৬ বছর ধরে অসমাপ্ত সড়ক উন্নয়ন কাজে জনদুর্ভোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বোনারপাড়া জিসি থেকে কচুয়াহাট পর্যন্ত ৬ হাজার ৪শ’ মিটার সড়কের প্রশস্তকরণসহ উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কাজটি শেষ না করেই ঠিকাদার গত ৬ বছর ধরে উধাও হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।শুক্রবার ৫ (সেপ্টেম্বর) সররেজমিনে দেখা যায়, শিমুল তাইড়, তেলিয়ান, মোল্লাপাড়া, শ্যামপুর, বাংলা বাজার, মাছবাড়ি, খামার ধনারুহা—মোট ৫০টিরও বেশি গ্রামের মানুষ এ সড়কের কারণে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। উপজেলার বোনারপাড়া হেডকোয়ার্টার থেকে কচুয়াহাট মেইন হাইওয়ে সংযোগ সড়কের উন্নয়ন কাজটি পায় ঢাকার ধানমন্ডির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এইচটিবিএল-সিসিসিজেভি। ২০২১ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২০১৯ সালের ১৮ অক্টোবর কাজ শুরু করে তা অসমাপ্ত রেখেই ঠিকাদার এলাকা থেকে পালিয়ে যান।
ফলে সড়কজুড়ে খোয়া ও ইটের গুঁড়ো ছড়িয়ে-ছিটিয়ে আছে, যা থেকে ধুলাবালির কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, রাস্তার কাজ শেষ না হওয়ায় আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছি। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না। তিনি আরও বলেন, কিছুদিন আগে এই সড়কের ওপর মোটরসাইকেল স্লিপ করে এক বাবা ও তার শিশু সন্তান ট্রাকের নিচে পড়ে মারা যান। ঠিকাদারের অবহেলায় মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অ্যাম্বুলেন্স চালক আলম জানান, তেলিয়ান, মোল্লাপাড়া, শ্যামপুর, খামার ধনারুহা সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান রাস্তা ছিল এটি। কিন্তু সংস্কার কাজ বন্ধ হয়ে যাওয়ায় রোগী পরিবহনে বিকল্প পথে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বলেন, বোনারপাড়া থেকে কচুয়াহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা আমার ইউনিয়নের মধ্যে পড়ে। গাইবান্ধার প্রকৌশলী আমাকে বালু, খোয়া ও ইট দিতে বলেন। আমি ব্যবসায়ীদের কাছ থেকে এনে দিয়েছি। এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪ লাখ টাকা পাওনা আছি। তবে কাজটি শেষ হলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
এলজিইডি সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পে সড়কটি উন্নয়নের জন্য ৫ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকা বরাদ্দ হয়। প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্ত করণ , পানি নিষ্কাশনের জন্য ৪টি বক্স কালভার্ট, ৪টি ইউ-ড্রেন, গাইডওয়াল ও কার্পেটিং কাজ করার কথা ছিল।
সাঘাটা উপজেলা এলজিইডি প্রকৌশলী নয়ন রায় জানান, অফিসিয়াল নিয়মেই কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা