২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আগামী বছরের জুনে শুরু হবে ফিফা বিশ্বকাপ। আসন্ন আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। কারা কারা খেলবে তা নির্ধারণে বাছাইপর্ব এখনও চলছে। এরই মধ্যে বেশ কিছু দেশ বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দেশগুলো এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বিশ্বকাপের জন্য বাছাইপর্বের কিছু অঞ্চলে ম্যাচ প্রায় শেষ। আবার কিছু অঞ্চলে এখনও বাছাইপর্ব চলমান। সম্প্রতি শুরু হয়েছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব। ওশেনিয়া অঞ্চলের বাছাই শেষ। একটি ম্যাচ ডে বাকি কনকাকাফ অঞ্চলেও। এশিয়া অঞ্চলেও বেশিরভাগ দল নিশ্চিত। বাকি অঞ্চলগুলোতে ধীরে ধীরে জমে উঠছে বাছাইপর্বের লড়াই।
এশিয়া: এশিয়া অঞ্চল থেকে সরাসরি অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান এবং ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া আরও দুটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এর পাশাপাশি আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে আরও একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
কনকাকাফ: বিশ্বকাপে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো খেলা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব আগামী নভেম্বরে শেষ হবে। সেখানে কোস্টারিকা, হন্ডুরাস, জ্যামাইকাসহ কয়েকটি দল বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে।
দক্ষিণ আমেরিকা (কনমেবল): ব্রাজিল এবং আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। এছাড়া কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়েও আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এর মধ্যে প্যারাগুয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে এসেছে। প্লে অফ থেকে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার মধ্যে একটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।
ওশেনিয়া: নিউজিল্যান্ড এই অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে।
আফ্রিকা: আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে মরক্কো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব এবং প্লে অফের মাধ্যমে আফ্রিকা থেকে আরও আটটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ইউরোপ: ফিফা বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আছে ইউরোপ অঞ্চল। তবে এবারের ফরম্যাটে ম্যাচ সংখ্যা কম হওয়ায় ড্রয়ের আগেই বেশিরভাগ দল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে।
এমএসএম / এমএসএম
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের