দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

গত জুলাইতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণের পর বড় জয় পেয়েছে পর্তুগাল। রোনালদো-ফেলিক্সদের উদযাপনেও বারবার জোতার কথা স্মরণে আসছিল উপস্থিত দর্শকদের। দুই আল-নাসর তারকাই এদিন জ্বলে উঠেছিলেন। সৌদি ক্লাবটিতে দেখানো সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আনলেন জাতীয় দলের জার্সিতেও। পর্তুগালের একপেশে দাপটের ম্যাচে ৫-০ গোলে উড়ে গেছে আর্মেনিয়া।
গতকাল (শনিবার) প্রতিপক্ষের মাঠে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। যেখানে বল পজেশন থেকে শুরু করে সবদিক থেকেই তাদের দাপট ছিল। পর্তুগালের পক্ষে জোড়া গোল করেন রোনালদো ও জোয়াও ফেলিক্স, এ ছাড়া জোয়াও কান্সেলো করেন এক গোল। ৭১ শতাংশ বলের দখল রেখে রবার্তো মার্টিনেজের দল ২৪টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে আর্মেনিয়ার নেওয়া ৭ শটের তিনটি লক্ষ্যে ছিল।
শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় পর্তুগিজরা। আল-নাসরের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করা ফেলিক্স সেই ফর্ম টেনে এনে কান্সেলোর গোলমুখে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান। মিনিট দশেক পর স্কোরবোর্ডে নাম তোলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। পেদ্রো নেতোর বাড়ানো ভাসমান বলে পা ছুঁয়ে তিনি জালকে ঠিকানা বানান। যা জাতীয় দলে তার টানা চার ম্যাচে গোল।
৩২ মিনিটে আবারও প্রতিপক্ষের গোলবারে রোনালদোর হানা, তবে এবার দেয়াল হয়ে দাঁড়ান আর্মেনিয়া গোলরক্ষক। অবশ্য ফিরতি বল আরেক সতীর্থের কাছ থেকে পেয়ে তৃতীয়বার সফরকারীদের এগিয়ে দেন কান্সেলো। এই ডিফেন্ডারের উদযাপন ছিল জোতার মতো করে যোগাসনে বসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো করলেন দৃষ্টিনন্দন এক দূরপাল্লার গোল। প্রতিপক্ষের বল নিয়ন্ত্রণ নিতে না পারার সুযোগে বক্সের বাইরে থেকে তিনি বুলেট গতির শট নেন। যার কিছুটা নাগাল পেলেও রোখার সাধ্য ছিল না গোলরক্ষকের।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে (১২২ ম্যাচে) ১৪০ এবং বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮তম গোল হয়ে গেল রোনালদোর। এরপরও টানা আক্রমণ করে যাচ্ছিলেন রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা। ৫৮তম মিনিটে রোনালদোকে তুলে গঞ্জালো রামোসকে নামানোয় তার হ্যাটট্রিকের আশা ভেস্তে যায়। এর মিনিট তিনেক পরই নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। গোলমুখে ছুটছিলেন তিনি, এরই মাঝে বল গায়ে লেগে গোললাইন অতিক্রম করে যায়।
ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও আর কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে রোনালদোরা বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলেন। একই গ্রুপ ‘এফ’-এর আরেক ম্যাচে হাঙ্গেরি ও আয়ারল্যান্ডের লড়াই ড্র হয়েছে ২-২ গোলে।
Aminur / Aminur

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ বললেন মেসি

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!
