ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ৩:৩৮

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের বিরুদ্ধে ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাস দেখিয়ে নগদ অর্থ দাবি এবং মাওলানা ভাসানী সেতু (তিস্তা সেতু) উদ্বোধন উপলক্ষে সরকারি অফিস থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদ মোত্তাকিম মণ্ডল এবং তার বাবা উপজেলা প্রধান সমন্বয়কারী আতাউর রহমান মণ্ডলের দিকে।

স্থানীয় এনসিপি যুগ্ম সমন্বয়ক ইউনুস মিয়া অভিযোগ করেন, তার গ্রামের এক কার্ডধারীর কাছে ১০ হাজার টাকা দাবি করে মাহমুদ মোত্তাকিম মণ্ডল বলেন যে, টাকা না দিলে পুলিশ দিয়ে কার্ড নিয়ে যাবেন। একইভাবে কামালেরপাড়া ইউনিয়নের ভিজিডি কার্ডধারী লাজু মিয়াও অভিযোগ করেছেন যে, তাকে ১০ হাজার টাকা দিলে কার্ড দেওয়া হবে, অন্যথায় কার্ড ঘুরিয়ে নিয়ে চাল তুলে খাওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সাঘাটার আরেক যুগ্ম সমন্বয়ক হিরো মিয়া জানান, ২০ আগস্ট তিস্তা সেতু উদ্বোধন ও উপদেষ্টার আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও আদালত থেকে চাঁদা তোলা হয়েছে। তার মতে, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড দলের জন্য দুর্নামের কারণ। তারা স্থানীয় ৮ জন নেতা মিলে গাইবান্ধার প্রধান সমন্বয়কারীর কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এনসিপির স্থানীয় নেতা শামীম মিয়া বলেন, বাবা-ছেলে মিলে সাঘাটায় এনসিপির নাম নষ্ট করেছে, যার কারণে তারা এখন সাধারণ মানুষের কাছে যেতে পারছেন না।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রধান সমন্বয়কারী আতাউর রহমান মণ্ডল ও তার ছেলে মাহমুদ মোত্তাকিম মণ্ডল এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী