ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ৩:৩৮

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের বিরুদ্ধে ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাস দেখিয়ে নগদ অর্থ দাবি এবং মাওলানা ভাসানী সেতু (তিস্তা সেতু) উদ্বোধন উপলক্ষে সরকারি অফিস থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদ মোত্তাকিম মণ্ডল এবং তার বাবা উপজেলা প্রধান সমন্বয়কারী আতাউর রহমান মণ্ডলের দিকে।

স্থানীয় এনসিপি যুগ্ম সমন্বয়ক ইউনুস মিয়া অভিযোগ করেন, তার গ্রামের এক কার্ডধারীর কাছে ১০ হাজার টাকা দাবি করে মাহমুদ মোত্তাকিম মণ্ডল বলেন যে, টাকা না দিলে পুলিশ দিয়ে কার্ড নিয়ে যাবেন। একইভাবে কামালেরপাড়া ইউনিয়নের ভিজিডি কার্ডধারী লাজু মিয়াও অভিযোগ করেছেন যে, তাকে ১০ হাজার টাকা দিলে কার্ড দেওয়া হবে, অন্যথায় কার্ড ঘুরিয়ে নিয়ে চাল তুলে খাওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সাঘাটার আরেক যুগ্ম সমন্বয়ক হিরো মিয়া জানান, ২০ আগস্ট তিস্তা সেতু উদ্বোধন ও উপদেষ্টার আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও আদালত থেকে চাঁদা তোলা হয়েছে। তার মতে, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড দলের জন্য দুর্নামের কারণ। তারা স্থানীয় ৮ জন নেতা মিলে গাইবান্ধার প্রধান সমন্বয়কারীর কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এনসিপির স্থানীয় নেতা শামীম মিয়া বলেন, বাবা-ছেলে মিলে সাঘাটায় এনসিপির নাম নষ্ট করেছে, যার কারণে তারা এখন সাধারণ মানুষের কাছে যেতে পারছেন না।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রধান সমন্বয়কারী আতাউর রহমান মণ্ডল ও তার ছেলে মাহমুদ মোত্তাকিম মণ্ডল এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত