নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান
এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান ও আফগানিস্তান ফাইনালে উঠেছিল। গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে হওয়া জমজমাট ফাইনালে অল্প পুঁজি নিয়েও রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও আফগানদের ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট করে ৭৫ রানে ফাইনাল জিতেছে তারা।
শারজায় পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নেওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেন। বাঁহাতি এই স্পিনার হ্যাটট্রিক পেয়েছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান তিনি।
এরপর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক উইকেটটি পেয়েছেন নেওয়াজ। রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার আউট দিলে উল্লাসে মাতেন পাকিস্তানের ক্রিকেটাররা। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে এলবিডব্লু করে চতুর্থ উইকেট নেওয়া নেওয়াজ পঞ্চম উইকেট পেয়েছেন আফগান ইনিংসের ১৩তম ওভারে রশিদ খানকে ক্যাচ বানিয়ে।
ম্যাচে নেওয়াজের বোলিং ফিগার ছিল ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট। ৭১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার সেরা বোলিং ফিগার। এর আগে কখনোই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ উইকেটের বেশি নিতে পারেননি নেওয়াজ। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বোলিং করলেন এই অলরাউন্ডার।
আফগানদের ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার সেদিকউল্লাহ আতাল (১৩)। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম। এর আগে পাকিস্তান ৮ উইকেটে ১৪১ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। আফগান অধিনায়ক রশিদ খান ৩৮ রানে ৩ উইকেট নেন।
Aminur / Aminur
আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন
৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা
অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত
১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!
শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা
‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’
বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ
আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত
দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি