ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

শচীন-ধোনিরা অবসর নিয়েছেন অনেক আগেই। ক্যারিয়ারের শেষলগ্নে রোহিত শর্মা-বিরাট কোহলিরাও। আর তাই নতুন দিনের জন্য দলকে আগেভাগে প্রস্তুত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই ধারাবাহিকতায় টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও অধিনায়কত্বের দায়িত্বে পরিবর্তন আনতে যাচ্ছে তারা।
বর্তমানে ভারতের টেস্ট দলের অধিনায়ক ও টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক শুভমান গিল। ওয়ানডে দলের নেতৃত্বও তার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। নির্বাচক কমিটির লক্ষ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গিলকে যথেষ্ট সময় দেওয়া। যেন অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দলকে গুছিয়ে নিতে পারেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার বিষয়ে কোনো প্রশ্ন নেই; শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। এদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফর হতে পারে তার শেষ সিরিজ।
বর্তমান অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান এবং আরো একবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন তিনি। তবে ২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০। আর শুধু একটি ফরম্যাটে সক্রিয় থেকে ফর্ম ও ফিটনেস ধরে রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সে কারণে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের হাতে।
সূত্র অনুযায়ী, গিলকে ওয়ানডে অধিনায়ক করার ব্যাপারে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টেস্টে এরই মধ্যে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর পাশাপাশি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তিনিই ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ বললেন মেসি

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়
