ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শেকৃবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ইতিহাস-আইনের ভিত্তিতে ফিরে এল প্রকৃত প্রতিষ্ঠা দিবস


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৪:৫০

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ রঙিন বেলুন ও সাদা কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচির সূচনা করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবনসমূহ প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শিক্ষার্থীরা কৃষি, মৎস্য ও পশুসম্পদ সম্পর্কিত নানা ঐতিহ্যবাহী সাজ-পোশাকে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাঙালির গ্রামীণ জীবনচিত্র তুলে ধরেন।

সন্ধ্যায় টিএসসিতে অনুষ্ঠিত আলোচনা সভায় শেরেবাংলা এ কে ফজলুল হক-এর অবদান ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে দিবসটি পালনের প্রেক্ষাপট ঘিরে দীর্ঘদিনের বিতর্ক আবারও সামনে এসেছে। সরকারি গেজেট অনুযায়ী ২০০১ সালের ১১ সেপ্টেম্বর-ই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হলেও, ২০০৮ সাল থেকে ১৫ জুলাই দিনটি পালিত হয়ে আসছিল।

তথ্য অনুসারে, ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলা এ কে ফজলুল হক ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন। সময়ের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে পরিচিত হয়। ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে পাস হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন, তবে আইনটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, যখন শিক্ষা মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, “আইনের দৃষ্টিতে ১১ সেপ্টেম্বরই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠা দিবস। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই তারিখেই দিবসটি পালন করা হচ্ছে। অতীতে যেটা হয়েছে, তা ছিল প্রশাসনিক সিদ্ধান্ত, আইনি ভিত্তিতে নয়।”

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ জুলাইকে প্রতিষ্ঠা দিবস হিসেবে চালু করা হয়েছিল, যা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।
সত্য ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার ১১ সেপ্টেম্বর দিনটি পালন করায় শিক্ষক-শিক্ষার্থী মহলে ইতিবাচক সাড়া মিলেছে।

এমএসএম / এমএসএম

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা