শেকৃবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ইতিহাস-আইনের ভিত্তিতে ফিরে এল প্রকৃত প্রতিষ্ঠা দিবস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ রঙিন বেলুন ও সাদা কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচির সূচনা করেন। পরে এক বর্ণাঢ্য র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবনসমূহ প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শিক্ষার্থীরা কৃষি, মৎস্য ও পশুসম্পদ সম্পর্কিত নানা ঐতিহ্যবাহী সাজ-পোশাকে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাঙালির গ্রামীণ জীবনচিত্র তুলে ধরেন।
সন্ধ্যায় টিএসসিতে অনুষ্ঠিত আলোচনা সভায় শেরেবাংলা এ কে ফজলুল হক-এর অবদান ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে দিবসটি পালনের প্রেক্ষাপট ঘিরে দীর্ঘদিনের বিতর্ক আবারও সামনে এসেছে। সরকারি গেজেট অনুযায়ী ২০০১ সালের ১১ সেপ্টেম্বর-ই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হলেও, ২০০৮ সাল থেকে ১৫ জুলাই দিনটি পালিত হয়ে আসছিল।
তথ্য অনুসারে, ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলা এ কে ফজলুল হক ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন। সময়ের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে পরিচিত হয়। ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে পাস হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন, তবে আইনটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, যখন শিক্ষা মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, “আইনের দৃষ্টিতে ১১ সেপ্টেম্বরই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠা দিবস। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই তারিখেই দিবসটি পালন করা হচ্ছে। অতীতে যেটা হয়েছে, তা ছিল প্রশাসনিক সিদ্ধান্ত, আইনি ভিত্তিতে নয়।”
বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ জুলাইকে প্রতিষ্ঠা দিবস হিসেবে চালু করা হয়েছিল, যা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।
সত্য ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার ১১ সেপ্টেম্বর দিনটি পালন করায় শিক্ষক-শিক্ষার্থী মহলে ইতিবাচক সাড়া মিলেছে।
এমএসএম / এমএসএম

শেকৃবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ইতিহাস-আইনের ভিত্তিতে ফিরে এল প্রকৃত প্রতিষ্ঠা দিবস

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেছে চবি শিক্ষার্থীরা

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

ইবিতে 'বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল (স)' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ইবিতে রাসুল (সা:) কে নিয়ে স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবেঃ ইবি উপাচার্য

রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয় : হামীম

২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের

ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ঢাবি ভিসিকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল
