ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

‘স্লট টাইমে’ লিভারপুলের আরও এক অবিশ্বাস্য জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১০:৩৬

একসময় নিয়মিত ম্যাচের শেষ মুহূর্তে গোল করে প্রতিপক্ষের হৃদয় চিরে জয় ছিনিয়ে নিত স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। সে কারণে গণমাধ্যমে তখন ম্যাচের সে সময়টিকে ‘ফার্গি টাইম’ বলা হতো। 
বহু বছর পর স্যার অ্যালেক্সের সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন লিভারপুল ম্যানেজার আরনে স্লট। চলতি মৌসুমে তার দল টানা পাঁচ ম্যাচে শেষ ১০ মিনিট বা যোগ করা সময়ে জয়সূচক গোল করেছে। যার সবশেষ উদাহরণ–বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতেলতিকো মাদ্রিদকে যোগ করা সময়ের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।
নির্ধারিত ৯০ মিনিটে ২-২ সমতায় থাকা ম্যাচটি যখন ড্রয়ের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তখনই কর্নার থেকে ভেসে আসা বলে জোরালো হেডে জাল কাঁপান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আর তাতেই ঘরের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হয় তাদের।
এর আগে ম্যাচের মাত্র ৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিটে অ্যান্ডি রবার্টসন এবং পড়ে মোহাম্মদ সালাহর গোলে উড়ন্ত শুরু পায় দলটি। আক্রমণে আতলেতিকোর চেয়ে ঢের এগিয়ে থাকলেও তৃতীয় গোলটি পেতে বেগ পেতে হচ্ছিল অলরেডদের।
এই সুযোগে প্রথমার্ধের যোগ করা সময় এবং ৮১ মিনিটে জোড়া গোল করে দিয়েগো সিমিওনের দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মার্কোস ইয়োরেন্তে। তাতে অ্যানফিল্ডের গ্যালারি কিছুটা চুপসে গেলেও শেষ মুহূর্তে ফন ডাইকের জয়সূচক গোলে ফের আনন্দের ঢেউ খেলেছে কপ এন্ডে।
এদিকে লিভারপুলের রোমাঞ্চকর জয়ের রাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ১-৩ গোলে হেরে গেছে চেলসি। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের জোড়া গোল এবং ট্রেভহ চালোবাহ নিজের জালে বয়ল পাঠালে স্বস্তির জয় পায় বাভারিয়ানরা। চেলসির কোল পালমার এক গোল শোধ দিলেও তাতে হারের ব্যবধানই যা কমেছে।
চ্যাম্পিয়ন্স লিগে আজকের ফলাফল
অলিম্পিয়াকোস ০ - ০ পাফোস
স্লাভিয়া প্রাহা ২ - ২ বোদো/গ্লিমত
বায়ার্ন ৩ - ১ চেলসি
পিএসজি ৪ - ০ আতালান্তা
আয়াক্স ০ - ২ ইন্টার মিলান
লিভারপুল ৩ - ২ আতলেতিকো মাদ্রিদ

 

Aminur / Aminur

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন?