ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আজ সিংহর জয়ের প্রার্থনায় টাইগার সমর্থকরা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫৫

আজ এশিয়া কাপের গ্রুপ–‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তাই সিংহর জয়ের প্রার্থনায় থাকবেন টাইগার সমর্থকরা। আজকর ম্যাচেই নির্ধারিত হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। অপরদিকে পয়েন্ট তালিকায় রানরেট সবার উপরে থাকায় আফগানিস্তানের পরের পর্ব নিশ্চিত করার জন্য শুধু জয়ই যথেষ্ট। অন্যদিকে শ্রীলঙ্কা কম রানরেট  অর্থাৎ ৩০/৪০ রানের ব্যবধানে হারলেও পৌঁছে যাবে সুপার ফোরে।

এদিকে শ্রীলঙ্কা জিতলে তারা বাংলাদেশকে সঙ্গী করে উঠবে পরের পর্বে। তবে আফগানিস্তান জিতলে জায়গা হবে তাদের, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্বীকার করেছেন, এই ম্যাচে তারা বাংলাদেশি সমর্থকদের প্রার্থনা ও সমর্থন পাবেন। তবে তার স্পষ্ট কথা—তাদের একমাত্র লক্ষ্য জয়,‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। মাঠে নামার প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশি সমর্থকরা আমাদের জয়ের অপেক্ষায় আছেন, তবে আমাদের লক্ষ্য কেবল জয়।

আফগানিস্তানের শক্তিমত্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শানাকা বলেছেন, ‘আমাদের ওদের হারাতেই হবে, কারণ তারা মানসম্পন্ন দল। এগিয়ে যেতে হলে তাদের হারানো গুরুত্বপূর্ণ।

বিশেষ করে রশিদ খান, নূর আহমদ ও মোহাম্মদ গজনফরের মতো স্পিনারদের নিয়ে আফগানিস্তানের স্পিন আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, হেলাফেলা করার সুযোগ নেই তাদের। ম্যাচটি স্পিন লড়াইয়ে গড়াতে পারে বলে মনে করেন শানাকা, ‘হ্যাঁ, একদমই এটি হবে স্পিনারদের লড়াই। তাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, তবে আমরা প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতে আমরা অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। কাজেই এবারও আমরা তৈরি।

এমএসএম / এমএসএম

আজ সিংহর জয়ের প্রার্থনায় টাইগার সমর্থকরা

হঠাৎ শ্রীলঙ্কার ‘ডাই হার্ড ফ্যান’ বাংলাদেশিরা, স্টোরি দিলো লঙ্কান বোর্ড

‘স্লট টাইমে’ লিভারপুলের আরও এক অবিশ্বাস্য জয়

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের

আফগানদের সঙ্গে ফিফটিতে সুখবর পেলেন তামিম, দুঃসংবাদ লিটনের

পাকিস্তানের অবস্থান বদলের পর ভারতের নতুন সিদ্ধান্ত

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

এমবাপের জাদুতে মার্শেইকে হারালো ১০ জনের রিয়াল

মেসির গোল-অ্যাসিস্টে প্রতিশোধ নেওয়া জয় ইন্টার মায়ামির

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হলেন ভূরুঙ্গামারীর মেহেদী হাসান মিঠু

কত রান করলে আফগানিস্তানের বিপক্ষে জিতবে বাংলাদেশ, জানালেন কোচ

পিছিয়ে গেল তালহার অস্ট্রেলিয়া সফর, কারণ কী