সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে লালকার্ড, সিমিওনে বললেন ‘আমিও মানুষ’
চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। যোগ করা সময়ে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আসর শুরু করেছে তারা।
এই ম্যাচে লিভারপুল ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে লালকার্ড দেখেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। পরে সংবাদ সম্মেলনে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।
ঘটনাটি ঘটে ম্যাচের একদম শেষদিকে। ম্যাচের শুরুতেই অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে লড়াইয়ে ফিরে অ্যাটলেটিকোর মার্কোস লরেন্তে জোড়া গোলে সমতা ফেরান। শেষ পর্যন্ত শক্তিশালী হেডে লিভারপুলকে জয়সূচক গোল এনে দেন ভার্জিল ভ্যান ডাইক।
এমন সময়ে গ্যালারি থেকে দর্শকদের উসকানিমূলক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখান সিমিওনে। যার জন্য লাল কার্ড দেখতে হয়। সিমিওনে ক্ষোভ ঝাড়েন লিভারপুল সমর্থকদের আচরণের প্রতি। তার ভাষ্যমতে, পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে গালিগালাজ শুনতে হয়েছে। তিনি বলেন, “আমরা (কোচরা) আসলে এক ধরনের প্রতিনিধি। যেমন বর্ণবাদ বা মাঠে গালিগালাজের বিরুদ্ধে আমরা অবস্থান নিই, তেমনভাবেই কোচদের ক্ষেত্রেও দাঁড়ানো উচিত। পুরো ম্যাচে গালিগালাজ সহ্য করা সহজ নয়।”
তৃতীয় গোল হজম করার পর সেই দৃশ্য সরাসরি না দেখে পেছন ফিরেছিলেন তিনি। সিমিওনের ভাষ্য, “আমিও মানুষ, আমি আবেগপ্রবণ হই। আমার প্রতিক্রিয়া ন্যায্য নয়, তবে ৯০ মিনিট ধরে গালাগাল শুনে টিকে থাকা কি সহজ?”
তিনি আশা প্রকাশ করেন, লিভারপুল কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেবে এবং যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এমএসএম / এমএসএম
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের