ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

‘সাকিব আন্ডাররেটেড, তবে জাদেজার চেয়ে এগিয়ে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:২৭

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত ধাপে আছেন সাকিব আল হাসান। আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও কেবল ওয়ানডের দরজা খোলা। দুজনই তিন ফরম্যাটে দীর্ঘ সময় ধরে অলরাউন্ডারের ভূমিকায় ভালো পারফর্ম করে চলেছেন। তবে উভয়ের তুলনায় সাকিবকেই এগিয়ে রাখলেন আরেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

সম্প্রতি সাবেক এই ইংল্যান্ড তারকা ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানেই সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জবাবে মঈন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দু’দিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা।

সাকিব-জাদেজাকে নিয়ে এই আলোচনা দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে। ধারাবাহিকভাবে অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে সাকিব দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত হন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন।

অন্যদিকে, জাদেজা লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিনে ভারতের জন্য অমূল্য। ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন।

এমএসএম / এমএসএম

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা