ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

‘সাকিব আন্ডাররেটেড, তবে জাদেজার চেয়ে এগিয়ে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:২৭

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত ধাপে আছেন সাকিব আল হাসান। আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও কেবল ওয়ানডের দরজা খোলা। দুজনই তিন ফরম্যাটে দীর্ঘ সময় ধরে অলরাউন্ডারের ভূমিকায় ভালো পারফর্ম করে চলেছেন। তবে উভয়ের তুলনায় সাকিবকেই এগিয়ে রাখলেন আরেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

সম্প্রতি সাবেক এই ইংল্যান্ড তারকা ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানেই সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জবাবে মঈন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দু’দিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা।

সাকিব-জাদেজাকে নিয়ে এই আলোচনা দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে। ধারাবাহিকভাবে অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে সাকিব দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত হন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন।

অন্যদিকে, জাদেজা লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিনে ভারতের জন্য অমূল্য। ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন।

এমএসএম / এমএসএম

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০