সলঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে হেদায়েতুল আলম
সিরাজগঞ্জের উল্লপাড়া উপজেলার সলঙ্গা থানা আওয়ামী লীগের সম্মেলন অতিদ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে- এমনটি ধরে নিয়েই নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছেন। সলঙ্গা থানা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। ইতোমধ্যে চায়ের কাপে ঝড় উঠেছে- কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক? এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে অনেক কিছু। এদিকে, সমর্থন পেতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে ব্যস্ত হয়ে উঠেছেন পদপ্রত্যাশীরা। ফলে সম্মেলনকে ঘিরে নতুন করে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে কেউ কেউ আলোচনায় থাকলেও আদর্শিক নেতৃত্ব হিসেবে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন সলঙ্গা থানাবাসীর অহংকার, জামায়াত-বিএনপির পেট্রোলবোমা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথের প্রতিবাদী সৈনিক, গরিব-দুখী-মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক, সৎ-স্বচ্ছ রাজনীতির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আনুগত্যের নির্ভিক নেতা হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা)।
স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে নিজেকে একজন জনপ্রিয় কর্মী বান্ধব ছাত্রলীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বর্তমান সলঙ্গা থানা আওয়ামী লীগের কার্যকারী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে।
হেদায়েতুল আলমের (আলম রেজা) রাজনৈতিক পরিচয়,- বাংলাদেশ ছাত্রলীগ হাটিকুমরুল ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক ১৯৮৯-১৯৯৩ , বাংলাদেশ ছাত্রলীগ হাটিকুমরুল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ১৯৯৪-১৯৯৯সহ সাংস্কৃতিক সম্পাদক ছাত্রলীগ প্যানেল হতে সংসদ নির্বাচন সরকারি কলেজ উল্লাপাড়া ১৯৯৫ প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ সলঙ্গা থানা শাখা ২০০৩-২০১৫ এবং তিনি ২০১৬ হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান হন এবং বর্তমান তিনি সলঙ্গা থানা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
করোনার ভয়াল থাবায় আঘাতগ্রস্ত পুরো পৃথিবী। এই মহামারী করোনা ছোবল বসিয়েছে বাংলাদেশেও। করোনায় স্থবির জনজীবন, কাজ হারিয়ে অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে, খাবারের খোঁজে ছুটছে দিগ্বিদিক। এমন সঙ্কটময় পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে অদ্যাবধি দুস্থ ও অসহায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, চিকিৎসাসামগ্রী বিতরণ করে যাচ্ছেন হেদায়েতুল আলম (আলম রেজা)।
হাটিকুমরুল ইউনিয়ন পরিষনের চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা) দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে তার মেধা ও মননশীলতা অসহায় মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে একজন জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সলঙ্গা থানা আওয়ামী লীগের রাজনীতিতে সাধারণ সম্পাদক পদে হেদায়েতুল আলমের (আলম রেজা) কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে নেতৃত্ব দেয়ার মতো জনবল, পারিবারিক ঐতিহ্য, সামাজিক পরিচিতি, আর্থিক সচ্ছলতা, রাজনৈতিক দূরদর্শিতা, আদর্শিক-পরীক্ষিত নেতৃত্ব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও গ্রহণযোগ্যতা ইত্যাদি যেসব গুণের প্রয়োজন তার সবগুলো হেদায়েতুল আলমের (আলম রেজা) মধ্যে বিদ্যামান।
এমএসএম / জামান