পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ইউনিডো ও নরওয়ে সরকারের সহযোগিতায় প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
২১ সেপ্টেম্বর(রবিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে সকাল ১০ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো: আশিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন, পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক, লোভানা জামিল ও ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্য রঞ্জন ভট্টাচার্য।
পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল, তার বক্তব্যে বলেন,“পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা ওএই ধরনের অংশগ্রহণ অনেক আশাব্যঞ্জক। এই ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিডো বাংলাদেশ এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর, সত্য রঞ্জন ভট্টাচার্য বলেন,“জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্লাস্টিক দূষণ রোধে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পবিপ্রবির এই উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় উদাহরণ হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন বলেন,“পরিবেশ রক্ষায় ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। আমরা যদি সবাই প্লাস্টিক ব্যবহার সীমিত করি এবং নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা করি, তাহলে বিশ্ববিদ্যালয় ছাড়াও পুরো সমাজ উপকৃত হবে।”
বিশেষ অতিথি অধ্যাপক মো: আব্দুল লতিফ বলেন,“পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি একটি সংস্কৃতি ও মানসিকতার প্রতিফলন। আমাদের প্লাস্টিক রোধে একদম গোড়া থেকেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। নইলে প্লাস্টিক দূষণ কোনোভাবেই কমানো সম্ভব নয়৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে সবসময় সচেষ্ট। এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করি।”
প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন,“ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্নতার ক্ষেত্রে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখাও আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্লাস্টিক দূষণ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় কারণ। এ দূষণ থেকে আমাদের মুক্তি পেতে হলে এ ধরনের উদ্যোগ শুধু গ্রহণ করলেই হবে না, তার সাথে প্লাস্টিক ব্যবহার আমাদের শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের অনুষদের বিল্ডিংগুলোয়, রাস্তায়, ক্যাম্পাস সংলগ্ন বাজার, আবাসিক হল সমূহে পড়ে থাকা ময়লাসমূহ পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছনতা কার্যক্রম পরিচালনা করা হয়।এতে প্রধান অতিথি সহ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও ২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা বিশ্বকে বিস্মিত করেছে: ইউজিসি চেয়ারম্যান

ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন

গোবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বায়োকেমিস্টি এন্ড মলিকুলার বিভাগ

শিক্ষার্থী কল্যাণ থেকে আন্তর্জাতিক চুক্তি- এক বছরে বহুমুখী সাফল্য

বেরোবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন জুলাই মামলার আসামী

চাকসুতে ছাত্রদল মনোনিত ভিপি হৃদয়, জিএস সাফায়েত

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করল বাকৃবি ছাত্রশিবির

চাকসুতে শিবিরের প্যানেল থেকে লড়বে সনাতন ধর্মাবলম্বী আকাশ
