ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

৭৮১ রানের ওয়ানডে ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৫ বিকাল ৭:২১

গতকাল অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৪৩ রানে হেরেছে ভারত নারী দল। ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াই করেছে ভারতের মেয়েরা। ৪১৩ রানের লক্ষ্য তাড়ায় সাড়ে তিনশর বেশি রান করেছে হারমানপ্রীতের দল। রান বন্যার এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে।
আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে না পারলেও অলআউট হওয়ার আগেই স্কোরবোর্ডে ৪১২ রান তুলে অস্ট্রেলিয়া। যা তাদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ।
জবাবে ভারতও রীতিমতো টর্নেডো বইয়ে দেয়। তবে তারাও ৫০ ওভার খেলার আগেই অলআউট হয়েছে ৩৬৯ রানে। দুই দল মিলিয়ে ম্যাচে মোট রান হয়েছে ৭৮১। নারী ওয়ানডে আগে কখনও এক ম্যাচে এত রান দেখেনি। এর আগে সর্বোচ্চ ৬৭৮ রান হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে।
নারী ওয়ানডেতে এই প্রথমবার কোনো ইনিংসে চারশ রান বা তার বেশি হজম করল ভারত। অজি ব্যাটারদের সামনে পড়লেই যেন লাইন-লেংথ হারিয়ে ফেলেন ভারতীয় বোলাররা। কারণ ভারতের বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৭১ রানও ছিল অস্ট্রেলিয়ার।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত করেছে ৩৬৯ রান।নারী ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে আর কোনো দলই এত রান করতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার। এই ভারতের বিপক্ষেই ৩২১ রান করেছিল প্রোটিয়া মেয়েরা।
ম্যাচে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে। নারী ওয়ানডেতে দুটিই রেকর্ড। চার-ছক্কা মিলিয়ে ১১১ বাউন্ডারি। নারী ওয়ানডেতে এক ম্যাচে বাউন্ডারি একশ স্পর্শ করল এই প্রথম। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ চার ছিল ৮৩টি, সবচেয়ে বেশি ছক্কা ছিল ৮টি।

 

Aminur / Aminur

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন?

৯ বছরে প্রথম এমন দুর্দশায় পড়ল ব্রাজিল

এল ক্লাসিকোর আগে সুসংবাদ পেল বার্সেলোনা