হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান। আর ব্যাট হাতে দুর্দান্ত এক ফিফটি করেছেন তাওহিদ হৃদয়। তাইতো মুস্তাফিজ-হৃদয়দের প্রশংসা ঝরেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কণ্ঠে।
মুস্তাফিজকে নিয়ে উমর গুল বলেন, 'আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে। আজ আরেকরকম উইকেটে খেলা হচ্ছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানেই। তার ব্যাক অব দ্যা লেংথ ব্যবহার করেছে। এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে। উইকেটও পেয়েছে।'
লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৫ বলে ৬১ রান করেছেন সাইফ হাসান। তাওহীদ হৃদয় করেন ৩৭ বলে ৫৮ রান। এই দুজনের প্রশংসা করেছেন মিসবাহ উল হক এবং শোয়েব মালিক।
মিসবাহ বলেন, 'বাংলাদেশের রানিং বিটুইন দ্যা উইকেট ভালো ছিল, বাউন্ডারি পেয়েছে ওরা। রানরেট কখনোই ওদের উপর চাপ প্রয়োগ করতে পারেনি। শেষ ওভারে ওরা কিছুটা ধাক্কা খেয়েছে, প্যানিক করেছে। হ্যাটস অফ বাংলাদেশের ব্যাটারদের। এতো বড় মঞ্চে যখন তারা এভাবে খেলে, এতো কম্পোজ ক্রিকেট ওরা খেলে, এটা সম্ভবত দ্বিতীয়বার ওরা এতো বড় রান তাড়া করে জিতল। সত্যিই অসাধারণ।
মালিক বলেন, 'যখন মাঠের একপাশ ছোটো থাকে তখন সবাই ওদিকেই মারতে থাকে। হৃদয় সেটা করেনি। সে ফাঁকা জায়গায় মেরেছে। এক্সট্রা কাভার বা ব্যাকফুট পয়েন্টের দিকে যেসব খালি জায়গা ছিল সেখানেই সে মেরেছে। সে স্মার্টনেস দেখিয়েছে। রান তাড়ার সময় উইকেটে শান্ত থাকা আরো বড় গুণ। আগে ব্যাট করে উইকেটে শান্ত থাকা সহজ।'
এমএসএম / এমএসএম

বিসিবি নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ওয়ালটনের লোগো!

সাইফের লড়াইয়ের পরও বাংলাদেশের হার, ফাইনালে ভারত

পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা

ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনা তারকা

শ্রীলঙ্কা ম্যাচে যে কারণে বাদ পড়েছিলেন সোহান

ব্যালন না জিতলেও অন্য যে পুরস্কার পেলেন ইয়ামাল

হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা
