লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনা তারকা

ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরুর বেশিদিন হয়নি। লা লিগার শিরোপা ধরে রাখাার লক্ষ্যে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে এরই মাঝে দুঃসংবাদ পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ন্যূনতম ৪-৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মিডফিল্ডার পাবলো গাভি। ডান পায়ের হাঁটুতে চোট পাওয়ায় তাকে ছুরি-কাচির নিচে (সার্জারি) যেতে হচ্ছে।
এর আগের মৌসুমেও এসিএল চোটে পড়ায় ১১ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে গাভিকে। সেই ডান হাঁটুতেই তিনি আবার চোট পেলেন। চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে দুটি ম্যাচ খেলেন এই স্প্যানিশ তারকা। পরে গত আগস্টে চোট পান অনুশীলনের সময়। এরপর থেকে ২১ বছর বয়সী মিডফিল্ডার মাঠের বাইরে আছেন। এসিএল চোট কাটিয়ে আগের মৌসুমে বার্সাকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখেন গাভি।
নতুন চোটে তাকে ৪-৫ মাসের জন্য হারিয়ে ফেলার কথা জানিয়ে এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘হাঁটুর ইনজুরি সারাতে প্রথম দলের খেলোয়াড় পাবলো পায়েজ গাভিরাকে (গাভি) অ্যান্থ্রোসকপি (হাঁটুর সংযোগস্থলে সার্জারি) করাতে হবে। যা তার হাঁটুর অবস্থা আগের রূপে ফেরাতে জরুরি। চোট পুনর্বাসনে ৪-৫ মাসের মতো লাগতে পারে।’ এর আগে এই স্প্যানিশ ফুটবলার ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করেছিল দেশটির সংবাদমাধ্যম। সেই তুলনায় তাদের বড় ধাক্কাই খেতে হলো।
আগামী শুক্রবার রিয়াল ওভিয়েদোর মাঠে খেলতে যাবে বার্সেলোনা, এরপর রোববার রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে নিজেদের মাঠে। এসব ম্যাচ তো বটেই মৌসুমের শেষদিকে ছাড়া গাভিকে যে পাচ্ছে না তা কাতালানদের জানা হয়ে গেছে। এ ছাড়া স্পেন জাতীয় দলের জন্যও তার চোট বড় দুঃসংবাদ। অক্টোবরের জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতেও তার খেলার সম্ভাবনা নেই। এর আগে সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দলে শুরুতে গাভিকে রাখলেও তিনি যোগ দিতে পারেননি।
প্রসঙ্গত, লা লিগার চ্যাম্পিয়নরা ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে রয়েছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।
Aminur / Aminur

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন?

৯ বছরে প্রথম এমন দুর্দশায় পড়ল ব্রাজিল
