আনোয়ারায় পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনে বেড়ে মর্মান্তিক মৃত্যু ও দূর্ঘটনা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো সংস্কার না করার কারণে বেড়েছে মর্মান্তিক মৃত্যু ও দূর্ঘটনা আনোয়ারার বিভিন্ন সড়ক ও জমির উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের খুটিগুলো ঝুকিপূর্ণভাবে হেলে পড়েছে।
এতে করে বিগত কয়েক মাসে আনোয়ারার বিভিন্ন জায়গায় ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন অনেকে। বিশেষ করে আনোয়ারার উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ এবং লাইন অপসারণ আবেদন করতে গেলে অনেক কর্মকর্তারা অবৈধভাবে অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন গ্রাহকেরা।
অনুসন্ধানে জানা যায়,কয়েক বছর যাবত ঘূর্ণিঝড় ও আবহাওয়ার প্রতিকূলতায় বয়ে যাওয়া ঝড়-বাতাসের কারণে আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামে এই ধরনের অসংখ্য ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও হেলা পড়া খুটি রয়েছে।যেগুলো নিয়ে আনোয়ারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস বরাবর একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।বরং অভিযোগকারীদের কাছ থেকেই লাইন সরানোর নামে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছে জানান গ্রাহকেরা।আনোয়ারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দুর্নীতি,অদক্ষতা ও অবহেলার কারণে প্রতিনিয়ত মানুষকে জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় গ্রাহকেরা।অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিং,অনিয়মিত বিদ্যুৎ বিল তৈরি,লাইনের কাজ করিয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করার অভিযোগও বহুল প্রচলিত বলে জানান গ্রাহকেরা।
গত কয়েকদিন আগে উপজেলার বারশত স্কুল গেইটের আগে সড়কের উপর ঝুকিপূর্ণ ৩৩ হাজার লাইনের খুটি হেলে পড়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়ে বিদ্যুৎ অফিসের।দীর্ঘ দিনের এই সমস্যা নিয়ে গ্রাহকেরা অভিযোগ করলেও সংবাদ প্রকাশের পর তাড়াহুড়ো করে ব্যবস্থা নিতে দেখা যায় কতৃপক্ষের।স্থানীয়দের অভিযোগ,আর কত প্রাণহানি হলে বিদ্যুৎ বিভাগের টনক নড়বে।
গত রোববার (২১) সেপ্টেম্বর পরৈকোড়া ইউনিয়নে আসমা আকতার নামের এক গৃহবধূ ঘরের ছাদের উপরে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়।ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া ওই ঝুঁকিপূর্ণ হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার সরাতে দেড় লাখ টাকা দাবি করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।গত ৭ বছর আগে থেকেই ভুক্তভোগীরা বারবার লিখিত ও মৌখিকভাবে আবেদন জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।সেই অবহেলার বলি হিসেবে গুনতে হলো ওই পরিবারের গৃহবধু আসমা আক্তার (২৫) কে।নিহতের শ্বশুর মাষ্টার আশরাফ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,২০১৮ সালে প্রথম লিখিত অভিযোগ করেছিলাম।এরপর বহুবার পল্লী বিদ্যুৎ অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি।বরং একটি কাগজ ধরিয়ে দিয়ে বলা হয়েছিল,লাইন সরাতে আমাদের এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দিতে হবে দাবি করেছিল।অথচ সরকারি খরচ বাবদ আমি ১৭শ টাকা জমা দিয়েছিলাম।আমাদের গৃহবধূর এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়,এটা বিদ্যুৎ বিভাগের অবহেলা ও দুর্নীতির নির্মম পরিণতি।
এর আগেও পরৈকোড়া ইউনিয়নে গোয়াল ঘরে কাজ করতে গিয়ে হাই-ভোল্টেজ তারে জড়িয়ে প্রাণ হারান কলেজ শিক্ষার্থী মাসুদুল হাসান রানা (২৪)।গত মাসের ৪ আগষ্ট রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড এলাকার শাহাব বানুর বাপের বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে হঠাৎ আগুন লাগে।খুটি থেকে তার ছিঁড়ে নিচে পড়ে যায়।আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে।এ সময় তাড়াহুড়া করে ঘর থেকে বের হতে গিয়ে মনির হোসেন ছেঁড়া তারটিতে জড়িয়ে পড়ে। মুহূর্তেই তার হাত, ঊরু ঝলসে যায়।ঘটাস্থলেই মৃত্যু হয় তার।এতে তার পরিবারকে ক্ষতিপূরণ দিবে বলে বললেও একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে তার পরিবার এসে হয়রানির শিকার হয় বলে জানান ওই পরিবার।চলতি মাসে ৮ সেপ্টেম্বর বরুমচড়া গ্রামে ঘরের পাকা দেওয়াল নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়ে।
উক্ত বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোরশেদুল ইসলাম জানান,বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে কেউ যদি মারা যায় সেটার কোনো ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই।লাইন অপসারণের জন্য গ্রাহক আবেদন করলেও অফিসের নিয়ম অনুযায়ী গ্রাহককে ডিমান্ড বহন করতে হবে।লাইন খরচ অফিস বহন করেনা।আনোয়ারার যে সকল স্থানে বৈদ্যুতিক লাইন ঝুকিপূর্ণ রয়েছে আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করতেছি।আমার অফিসের কেউ যদি গ্রাহক থেকে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেয়।সেটা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং আমি বিষয়টি অবগত আছি।আনোয়ারা উপজেলার যেসব স্থানে ঝুঁকিপূর্ণ সংযোগ রয়েছে,তা অপসারণে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হবে।
এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন

শালিখায় সিটি ব্যাংকের অর্থায়নে গাছের চারা বিতরণ

নড়াইল-১ আসনের তৃণমূলে কাজ করে জনপ্রিয়তা পাচ্ছেন জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে জব্দকৃত ৮৫ বস্তা টিএসপি সার ধ্বংস করলো প্রসাশন

সিলেট-৬ আসনে বিএনপিতে নয়-জামায়াতে এক, প্রচারণায় আছেন অন্য দলের প্রার্থীরা

পাঁচ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী র্যাবের হাতে আটক

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেনঃ কর্ণেল অলি

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে মাঠ প্রস্তুত করেছেন জহুরুল

হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
