ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৫ রাত ৮:২

দলের অন্যতম ভরসা ফারমিন লোপেজকে হারানো বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এদিকে এক সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ খেলতে নামবে কাতালান ক্লাবটি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি সুখবর পেয়েছে বার্সা। পিএসজি ম্যাচের আট দিন বাকি থাকতে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার আলেসান্দ্রো বালদে।
সেপ্টেম্বর মাসের শুরুতে আন্তর্জাতিক বিরতির সময় অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বালদে। ফলে লা লিগায় ভালেন্সিয়া ও গেতাফে এবং এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি ২১ বছর বয়সী এই লেফট-ব্যাক। তবে চোট কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন এই স্প্যানিয়ার্ড। 
লা লিগায় আগামী বৃহস্পতিবার রিয়াল ওবেইদো ও রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অবশ্য বালদের খেলার সম্ভাবনা তেমন একটা নেই। আগামী ১ অক্টোবর মাঠে ফিরতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেদিন ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।
গত সপ্তাহে নিউক্যাসলের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া আরেক ডিফেন্ডার পাউ কুবার্সিও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। গেতাফের বিপক্ষে স্কোয়াডে রাখা হলেও ৩-০ গোলে জেতা ম্যাচটিতে তাকে খেলাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। গত রোববারের ওই ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার লোপেজ। 
এদিকে চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন আরেক মিডফিল্ডার গাভি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ফরোয়ার্ড লামিনে ইয়ামালও ইনজুরিতে দলের সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

 

Aminur / Aminur

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন?

৯ বছরে প্রথম এমন দুর্দশায় পড়ল ব্রাজিল

এল ক্লাসিকোর আগে সুসংবাদ পেল বার্সেলোনা