ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৫ রাত ৮:২

দলের অন্যতম ভরসা ফারমিন লোপেজকে হারানো বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এদিকে এক সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ খেলতে নামবে কাতালান ক্লাবটি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি সুখবর পেয়েছে বার্সা। পিএসজি ম্যাচের আট দিন বাকি থাকতে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার আলেসান্দ্রো বালদে।
সেপ্টেম্বর মাসের শুরুতে আন্তর্জাতিক বিরতির সময় অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বালদে। ফলে লা লিগায় ভালেন্সিয়া ও গেতাফে এবং এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি ২১ বছর বয়সী এই লেফট-ব্যাক। তবে চোট কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন এই স্প্যানিয়ার্ড। 
লা লিগায় আগামী বৃহস্পতিবার রিয়াল ওবেইদো ও রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অবশ্য বালদের খেলার সম্ভাবনা তেমন একটা নেই। আগামী ১ অক্টোবর মাঠে ফিরতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেদিন ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।
গত সপ্তাহে নিউক্যাসলের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া আরেক ডিফেন্ডার পাউ কুবার্সিও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। গেতাফের বিপক্ষে স্কোয়াডে রাখা হলেও ৩-০ গোলে জেতা ম্যাচটিতে তাকে খেলাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। গত রোববারের ওই ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার লোপেজ। 
এদিকে চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন আরেক মিডফিল্ডার গাভি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ফরোয়ার্ড লামিনে ইয়ামালও ইনজুরিতে দলের সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

 

Aminur / Aminur

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা