মিথ্যা মামলা-হামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন
খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের আশরাফ লস্করের হামলা ও মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবার।
শনিবার(২৭ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুব লস্কর। এসময় উপস্থিত ছিলেন মাহবুব লস্করের নাতনী বেদনা খাতুন, ডালিয়া খাতুন, শহিদুল লস্কর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের মৃত. রুস্তম লস্করের ছেলে আশরাফ লস্কর (৬৫) বর্তমানে ঢাকায় (মিরপুর-১, বাড়ি নং-১৪, রোড নং-৩) বসবাস করেন।তিনি একজন মামলাবাজ, ভূমিদস্যু ও নানা অপরাধমূলক কর্মকান্ডের হোতা। অসহায় মানুষের উপর জুলুম, জমি বিক্রি করে তাদের কাগজপত্র থাকা সত্বেও দখল না দিয়ে হয়রানী করে আসছেন তিনি। এমনকি বিভিন্ন থানায়
অসহায় পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, ও হয়রানীমূলক মামলা দায়ের করে স্বার্থ হাসিল করছেন। তার অত্যাচারে বসতভিটা ছেড়ে দিয়ে মানবেতর জীবন-যাপন করছেন ভুক্তভোগীরা। আশরাফ লস্কর প্রশাসন ও সিন্ডিকেটের অন্তরায় তার স্ত্রী, সেলিম লস্কর ওরফে মজনু, কবির শেখ, হাবিবুর রহমান এদের নির্যাতন করে আসছে। অসহায় এ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারের শিকার আনন্দনগর গ্রামের ডালিয়া খাতুন, বেদানা খাতুন, সোবহান শেখ, আমিন শেখ, জামাল শেখ, বিল্লাল ওরফে মাহবুব লস্করের পরিবার। আশরাফ লস্করের বিচরণ শুধু খুলনা জেলায় না, সুদূর ঢাকা পর্যন্ত এদের দৌরাত্ম্য। আশরাফ লস্কর ঢাকায় থেকে কলকাঠি নাড়ান। ঢাকায় থেকে তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে ফায়দা লোটার জন্য এক শ্রেণির কুচক্রী লোকের মাধ্যমে বিভিন্ন থানায় তাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। আশরাফ লস্কর তার মেয়ে কেয়া বেগমকে দেহ ব্যবসায় নামিয়ে যুবসমাজ ও টাকাওয়ালা ব্যক্তিদের বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের কৌশলে ফাঁদে ফেলে মামলার ভয়ভীতি প্রদর্শন করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাদের এহেন কর্মকান্ড নিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি আরো বলেন, গত ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামে আমাদের নিজ বাড়িতে আশরাফ লস্করের ইন্ধনে একই গ্রামের সোবহান শেখ, আমিন শেখ, রিবা বেগম তাদের হত্যার উদ্দেশ্যে লোহার রড ও লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এই অপরাধীর বিচার চাই।
এ বিষয়ে জানতে আশরাফ লস্করের সাথে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫