পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মানকে বাদ দিয়ে হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পে পরিচালক নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অধ্যাপক সোলায়মান নিয়োগ পরীক্ষায় ৩২ জন প্রার্থীর মধ্যে প্রথম হওয়ার পরেও তাকে নিয়োগ দিয়ে একদিনের মাথায় নিয়োগ বাতিল করে চুয়েটের অধ্যাপক আসাদুজ্জামানকে বসানো নিয়ে এ বিতর্কেকের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, অধ্যাপক সোলায়মান সাদা দল সংশ্লিষ্ট এবং বিএনপির সময়ে নিয়োগ পাওয়ায় তার নিয়োগ বাতিল করা হয় এবং রাজনৈতিক বিবেচনায় ছাত্রলীগ সংশ্লিষ্ট চুয়েটের অধ্যাপক আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ-বাতিলের পেছনে রাজনৈতিক প্রভাব আছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক সোলায়মান।
খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ বছর মেয়াদি HEAT প্রকল্পটি ২০২৩ সালে শুরু হয় যার মোট ব্যয় ধরা হয় ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ২ হাজার ৩৩ কোটি ৪৬ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার এবং ১ হাজার ৯৮৩ কোটি ১১ লাখ টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পের লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা, উদ্ভাবন ও আধুনিকায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা। ২০২৪ সালের ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক সোলায়মানকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। কিন্তু পরদিনই তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মৌখিক নির্দেশে তা বাতিল করা হয়। সরকারি ছুটির দিনেই তড়িঘড়ি করে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে বসানো হয়, যা প্রক্রিয়াগতভাবে বৈধ নয় বলে মন্ত্রণালয়সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, প্রক্রিয়াগত নিয়ম অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় সভা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। অথচ সরকারি ছুটির দিনেই তড়িঘড়ি করে অধ্যাপক সোলায়মানকে অপসারণ করে দ্বিতীয় অবস্থানে থাকা অধ্যাপক আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক সোলায়মান অভিযোগ করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, বিপরীতে ছাত্রলীগ-সংশ্লিষ্টতার কারণে আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে ন্যায়বিচার পাওয়া যাবে বলে ভেবেছিলেন, কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
জুলাই আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করলে ইউজিসি মত দেয় যে সোলায়মান অন্যায্যতার শিকার হয়েছেন এবং তার ন্যায্যতা নিশ্চিত করা উচিত। ইউজিসির পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া এ মতামতে স্বাক্ষর করেন। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়ও অধিকাংশ সদস্য সোলায়মানকে পুনর্নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন। সভায় প্রকল্পের গতি ধীর হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
এবিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, "তারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করেছিলেন, কিন্তু সরকারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক বিবেচনায়। সরকার বা বিশ্বব্যাংক চাইলে প্রকল্প পরিচালক পরিবর্তন সম্ভব।"
তবে দীর্ঘ সময় অপেক্ষার পর নিয়োগ ফিরে না পেয়ে ২০২৫ সালের ২৬ মে অধ্যাপক সোলায়মান হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের বেঞ্চ অধ্যাপক আসাদুজ্জামানের নিয়োগ স্থগিত করে রুল জারি করেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয় কেন অধ্যাপক সোলায়মানকে অপসারণ বেআইনি ঘোষণা করা হবে না।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, “সরকারি প্রকল্প পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে কাউকে অপসারণের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রক্রিয়াগত শুদ্ধতা বজায় রাখা আবশ্যক। অন্যথায় এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত আদালতে টেকসই নয়।”
শিক্ষাবিদরা মনে করেন, হাইকোর্টের এ রায় উচ্চশিক্ষা খাতের শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ও ন্যায়বিচারের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তবে চূড়ান্ত সমাধান না আসা পর্যন্ত HEAT প্রকল্প অনিশ্চয়তায় রয়েছে। অন্যদিকে অধ্যাপক সোলায়মান ন্যায়বিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অধ্যাপক আসাদুজ্জামানক প্রকল্পের পিডি নিয়োগ করা হয়েছে এমন অভিযোগের বিষয় জানতে চাইলে চুয়েট শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, বিষয়টি এখন আদালতে। যেহেতু আদালতে নিষ্পত্তি হবে, তাই বাইরে কোনো মন্তব্য করতে তিনি অনিচ্ছুক।
এমএসএম / এমএসএম

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের
