এশিয়া কাপে ব্যাট হাতে সেরা যারা

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল (২৮ সেপ্টেম্বর) নেমেছে এশিয়া কাপের পর্দা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের সেরাদের তালিকায়ও আধিপত্য রয়েছে ভারতের। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আসরজুড়ে ধারাবাহিকভাবে খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের অভিষেক শর্মা।
সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের দুইজন ব্যাটারই ভারতের। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতা দেখিয়েছেন তরুণ ব্যাটার অভিষেক। সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপপর্বের ম্যাচগুলোতেও ছিলেন ধারাবাহিক। ২০০ স্ট্রাইক রেটে ৩২ চার ও ১৯টি ছক্কায় ৩১৪ রান করেছেন তিনি। এই তরুণ খেলোয়াড় হয়েছেন টুর্নামেন্ট সেরাও।
অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন পাথুম নিসাঙ্কা। তবে শ্রীলঙ্কা ফাইনালে না ওঠায় তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাননি লঙ্কান ওপেনার। সুপার ফোর পর্যন্ত খেলা ৬ ম্যাচে ১৬০.১২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন নিসাঙ্কা। আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে। এর পাশাপাশি ২টি ফিফটিও করেছেন তিনি।
টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেওয়ার মঞ্চ সাজিয়েছিলেন এই ব্যাটার। মাত্র ৩৭ বলে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। এর আগে সুপার ফোরের ম্যাচেও ভারতের বিপক্ষে ফিফটি করেন তিনি। সব মিলিয়ে ৭ ইনিংসে পাকিস্তানি ওপেনারের করেছেন ২১৭ রান, স্ট্রাইক রেট ১১৬.০৪।
ফারহানের পর আছেন তিলক ভার্মা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন তিনি। টুর্নামেন্টে ৭১ গড়ে ২১৩ রান করেন এই ব্যাটার। সেরা পাঁচের সর্বশেষ নামটি পাকিস্তানের ওপেনার ফখর জামানের। ৭ ম্যাচ খেলে ১৮১ রান করেছেন এই ব্যাটার।
একনজরে এশিয়া কাপে সেরা সেরা পাঁচ ব্যাটার:
অভিষেক শর্মা - ৩১৪ রান (৭ ইনিংস)
পাথুম নিসাঙ্কা - ২৬১ রান (৬ ইনিংস)
সাহিবজাদা ফারহান - ২১৭ রান (৭ ইনিংস)
তিলক ভার্মা - ২১৩ রান (৬ ইনিংস)
ফখর জামান - ১৮১ রান (৭ ইনিংস)
Aminur / Aminur

বৃষ্টির বাগড়ায় জামালদের অনুশীলন পণ্ড

ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি

বুলবুলের কাছ থেকে চেক নিয়ে কেন ছুড়ে ফেললেন সালমান, যা জানা গেল

৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

এশিয়া কাপে ব্যাট হাতে সেরা যারা

এসিসি চেয়ারম্যান ‘পাকিস্তানি,’ তাই এশিয়া কাপের ট্রফি হাতে নিল না ভারত

৭৫ বছরে প্রথম এত বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

ফাইনালের আগে ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

বিসিবি নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
