ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ধুবড়িয়াতে দুর্গাপূজায় প্রায় ৩০০ টি-শার্ট উপহার দিলেন লন্ডন প্রবাসী ইউসুফ হোসেন লেনিন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৩:৪৩

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপে প্রায় ৩০০ পিস টি-শার্ট উপহার দিয়েছেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া'র নাতি ইউসুফ হোসেন লেনিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মোট ১১ টি পূজা মণ্ডপের সংশ্লিষ্ট কমিটির কাছে এই টি-শার্ট হস্তান্তর করা হয়। এসময় যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন ভার্চুয়ালি ফোন কলের মাধ্যমে সকল পূজা মণ্ডপের সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পূজা উদযাপনের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।

মূলত, দুর্গাপূজা ঘিরে কেউ যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। ধুবড়িয়া ইউনিয়নবাসী অতীতের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে  পূজা উদযাপন করছে। এর মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধুবড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হেমন্ত শীল জানায়, ধুবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সুযোগ্য নাতি ইউসুফ হোসেন লেনিন এর পক্ষ থেকে প্রাপ্ত টি-শার্ট উপহার প্রতিটি মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যাপক আনন্দিত। আমাদের কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি বিদেশে থেকেও সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন। তিনি পুরো ইউনিয়নে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনের প্রতীক হয়ে উঠেছেন।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও সম্প্রতি তিনি ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন। বর্তমানে আইনে উচ্চতর ডিগ্রি প্রাপ্তির জন্য তিনি লন্ডনে অবস্থান করছেন।

এমএসএম / এমএসএম

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দুস্থ-অসহায়দের সহায়তা প্রদান

চাল আটককে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতা আহত ব্যবসায়ীকে জরিমানা

শালিখায় বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ টিকা প্রদান

পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎চিতলমারীতে বিএনপির আস্থার প্রতীক মৎস্যজীবী দলের সভাপতি জেন্নাত শেখ

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ‘সহায়’এর ভিন্ন ধর্মী কার্জক্রম

সীতাকুণ্ডে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী

জগন্নাথ আখড়া মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করলেন বিএনপি নেতা রফী উদ্দিন ফয়সাল