ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

যশোর বিআরটিএ’র পরিদর্শক তারিক হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ১২:৫২

যশোর বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক মো. তারিক হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি, ঘুষ, নারী কেলেঙ্কারি ও মাদকের অন্ধকার জগতে নিমজ্জিত হয়ে তারিক হাসান এখন এক বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে প্রশাসন ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বহাল তবিয়তে এই কর্মকর্তা দিনের পর দিন গড়ে তুলেছেন দালাল সিন্ডিকেটের সাম্রাজ্য। ঝিনাইদহে কর্মরত থাকার সময় থেকেই তার বিরুদ্ধে একের পর এক ভয়ংকর অভিযোগ উঠলেও শাস্তি নয়, বরং বদলির মাধ্যমে তাকে রক্ষা করা হয়েছে, ফলে অপরাধের ধরন বদলায়নি, শুধু বদলেছে ভৌগলিক অবস্থান।
ঝিনাইদহ বিআরটিএ অফিসে থাকাকালীন তারিক হাসানের বিরুদ্ধে ওঠে ফিঙ্গারপ্রিন্টে সমস্যা সৃষ্টি করে দালালের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া, জাতীয় পরিচয়পত্রে ইচ্ছাকৃত জটিলতা দেখিয়ে পুরনো এমআরপি নবায়নের নামে মোটা অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগ। এসব কাজে তার ছত্রছায়ায় নিয়োগ পায় অর্ধশতাধিক দালাল, যারা প্রকাশ্যে অফিস কক্ষে বসে টাকা লুটপাট চালাত।
স্থানীয় সূত্র জানায়, নারী কেলেঙ্কারির ঘটনায় হাতেনাতে ধরা পড়লেও রহস্যজনক কারণে তাকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়নি। বরং মাদকাসক্তি ও মাদকের যোগান তার অফিস কক্ষেই পৌঁছে দেওয়া হতো দালালদের হাত ধরে। ফলে এক পর্যায়ে ঝিনাইদহ অফিস তার ব্যক্তিগত অপরাধকেন্দ্রে পরিণত হয়।
যশোরে বদলি হয়ে আসার পরও তার কৌশলে পরিবর্তন আসেনি। অভিযোগ রয়েছে, এখানেও গড়ে উঠেছে নতুন দালাল সিন্ডিকেট। মোকাব্বির ও সোহাগ সিন্ডিকেটের অন্যতম সদস্য। তারা তারিক হাসানের বডিগার্ড হিসেবে পরিচিত। এখানে সাধারণ আবেদনকারীদের ঘুষ ছাড়া কোনো সেবা মিলছে না। ভুক্তভোগীদের অভিযোগ, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ডুপ্লিকেট সার্টিফিকেট, রুট পারমিট কিংবা শ্রেণি পরিবর্তন, প্রত্যেকটি ধাপেই বাধ্যতামূলক ঘুষ। বিআরটিএ অফিস এখন যেন দুর্নীতির বাজারে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার এখন দৈনন্দিন ঘটনা। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, টাকা না দিলে নথিপত্র অকারণে ঝুলিয়ে রাখা হয়, আবার চাপ প্রয়োগ করলে অকথ্য ভাষায় গালাগালি করা হয়।
ঝিনাইদহে কর্মরত অবস্থায় লিটন নামের এক ব্যক্তি তার কাছে গাড়ির কাগজপত্র সংশোধনের জন্য আবেদন করেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা নেওয়ার পরও কাজ সম্পন্ন করেননি তারিক হাসান। বরং ঘুরিয়ে-ফিরিয়ে আরও অর্থ হাতানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী চাপ দিলে তারিক ক্ষিপ্ত হয়ে ওঠেন, লাঠি হাতে নিয়ে গালিগালাজ শুরু করেন। পরে লিটনের ডাকে এলাকাবাসী জড়ো হলে জনরোষের মুখে পড়ে সবার সামনে ক্ষমা চেয়ে অফিস ত্যাগ করতে বাধ্য হন। তারেকের সবচেয়ে বড় শক্তি হলো তার দালাল পিএস শাহীন, যিনি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহানের শালা। এই রাজনৈতিক সেতুবন্ধনের কারণেই তিনি নিজেকে সব ক্ষমতার উর্ধ্বে ভাবতে শুরু করেন। স্থানীয় সাংসদ ও প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি প্রতিনিয়ত দুর্নীতি, ঘুষ ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এক সময় তিনি নিজেকে শুধু কর্মকর্তা নয়, বরং একটি অঞ্চলের গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি শুরুর পর কোটচাঁদপুরের দয়ারামপুর গ্রামে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। আর এ বাড়ির পাশেই বিশাল পুকুর,  রয়েছে গাড়ী, প্রজেক্ট ও নানা ধরনের সম্পদ। অভিযোগ রয়েছে, ‘ড্রাগনের প্রজেক্ট’ নামে একাধিক উন্নয়ন প্রকল্পে তার গোপন বিনিয়োগ রয়েছে, যা প্রকৃত আয়ের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
সবচেয়ে উদ্বেগজনক হলো, একের পর এক অভিযোগ উঠলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। বরং রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক উদাসীনতার কারণে তার মতো দুর্নীতিবাজ কর্মকর্তারা জনগণের টাকা লুটে অবাধে সাম্রাজ্য বিস্তার করছে।
বর্তমানে যশোর বিআরটিএ অফিস ঘুষের আতঙ্কে জর্জরিত। প্রতিদিন হাজারো মানুষ সেবার নামে হয়রানির শিকার হচ্ছেন। অথচ এ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই হয়ে উঠেছেন দুর্নীতির প্রধান উদ্যোক্তা।অভিযোগের ব্যাপারে পরিদর্শক তারিক হাসানের মোবাইলে বার বার কল করলেও তিনি রিসিভ করেনি।

এমএসএম / এমএসএম

হাটহাজারী বিভিন্ন পুজা মন্ডপে মীর মো:হেলাল উদ্দীনে পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান

ঠাকুরগাঁও য়ে ঐতিহাসিক রসিক রায় জিউ মন্দিরের জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ

কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কেশবপুরে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ে উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ চা কারখানা দখলের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ ১৩ জন গ্রেফতার

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক কাউন্সিলর মোসাম্মৎ রোকসোনা বেগম

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

দোহারের ঝনকিতে হামলার প্রতিবাদে মানববন্ধন: বিক্ষোভ মিছিল

ভূরুঙ্গামারীতে বিএনপির শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৮ নারী ও শিশু উদ্ধার

হাতিয়ায় বি এন পি নেতার ৩১ দফা বাস্তুবায়নে লিফলেট বিতরণ ও গন সংযোগ

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত